Mamata On Adhir: 'কেউ কোনও ফ্যাক্টরই নয়...', বহরমপুরেও প্রার্থী দেবে তৃণমূল? 'বড়' ইঙ্গিত মমতার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata On Adhir: মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত কোনও গুরুত্ব দিতেই চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে একের পর এক কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
কলকাতা: মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত কোনও গুরুত্ব দিতেই চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে একের পর এক কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরেও প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস।
মমতা জেলা নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, “আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনও ফ্যাক্টর নয়। মাথা থেকে বার করে দাও।” একইসঙ্গে এদিন আবু তাহের খান আর খলিলুর রহমান দুই সাংসদের কাজের প্রশংসা করেন মমতা।”
advertisement
advertisement
পাশাপাশি দলীয় কোন্দল এড়াতে আরও সতর্ক করলেন নেতা কর্মীদের। মমতা সাফ বলেন, “ব্লকের সঙ্গে বিধায়ক ও জেলা সংগঠন ঝামেলা মেটাও আমি কিছু শুনব না।” হুমায়ুন আহমেদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘তুমি প্রেসের সামনে কম কথা বল।’
advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সোশ্যাল মিডিয়ায় কে কী করছ সব আমার নজরে আছে। দল ব্যবস্থা নিতে পিছপা হবে না। বায়রন বিশ্বাস, তুমি কংগ্রেসে থাকাকালীন কেন্দ্রীয় এজেন্সি আসেনি। আর এখন আসছে। বোঝার চেষ্টা কর এর উদ্দেশ্য।” শুক্রবার দলীয় সভা থেকে একই কথা বলা হয় ডোমকলের বিধায়কের উদ্দেশ্যেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 6:34 PM IST