প্রাথমিক তদন্তে জানা যায় তিন চার দিন আগে সীমান্ত পেরিয়ে এসেছেন বেবি। শিয়ালদহ এলাকায় একটি গেস্ট হাউসে ছিলেন তিনি। পরে থানায় নিয়ে গিয়ে জেরা করার সময় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, জেরায় ওই মহিলা জানান তিনি বসিরহাট দিয়ে এ দেশে ঢোকেন। তার পর মুম্বই চলে গিয়েছিলেন কাজ পাওয়ার আশায়। কিন্তু সেখানে কাজ পাননি। এর পর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফের ট্রেন ধরে মুম্বই থেকে কলকাতায় আসেন।
advertisement
আরও পড়ুন : কলকাতার নামী বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ১
শনিবার বিকেলের পর থেকে শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ওই মহিলা। এনআরএস আউটপোস্টে কর্তব্যরত পুলিশকর্মীর নজরে আসে ওই মহিলা। তাঁকে আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশকে ওই মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে এসেছেন।