বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত হল বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষ। বেলঘরিয়ায় তার বাড়িতে আসার পরেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ। ঠিকমতো কথা বলতেও পারছে না সায়ন।
আরও পড়ুন: ভারতকে ‘অপমান’! কিন্তু প্রতি বছর কত লাখ বাংলাদেশি ভারতে আসে জানেন? মূল কারণ কী? শুনে চমকে উঠবেন
সায়ন বলেন, ”ঢাকার অবস্থা একদম সুরক্ষিত নয়। ঢাকার রাস্তায় যদি কেউ বলে আমি ভারতীয়, তাহলে সে সুরক্ষিত নয়।” ছেলের আক্রান্ত হওয়ার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তার পরিবারের লোকজনও।
advertisement
এদিকে, বাংলাদেশের আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। অভিযোগ উঠেছে তাঁকে ওষুধ ও খাবার দিতে গিয়ে এবার আটক হয়েছেন আরও দুই সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণ দাসের দুই সহকারী – আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে খাবার ও ওষুধ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে। অভিযোগে উঠেছে, সেই সময় দুই সন্ন্যাসীকে আটক করা হয়। তাঁরা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সঙ্ঘের সদস্য। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। এই দুই সন্ন্যাসীর নামে কোনও মামলাও ছিল না বলে দাবি করা হচ্ছে।