India Bangladesh: ভারতকে 'অপমান'! কিন্তু প্রতি বছর কত লাখ বাংলাদেশি ভারতে আসে জানেন? মূল কারণ কী? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Bangladesh: প্রতি বছর বিপুল সংখ্যার বাংলাদেশি মানুষ ভারতে আসেন। মূলত চিকিৎসা এবং বেড়ানোর জন্যই ভারতে আসেন বাংলাদেশিরা।
উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার জে এন রায় হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার প্রতি অপমানজনক আচরণ ও সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া যাক, প্রতি বছর কত বাংলাদেশি ভারতে আসেন এবং কেন আসেন?
advertisement
advertisement
advertisement
advertisement
এখন দুই দেশের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলে। যদিও বর্তমানে তিনটি ট্রেনই বন্ধ রয়েছে। এমনকী হাসিনা সরকার থাকাকালীন এই ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছিল। সেই সঙ্গে আরও বেশি বাস চালানোর পরিকল্পনাও করেছিল বাংলাদেশ। ফলে বাংলাদেশিদের আসার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল।
advertisement