অভিযোগে উঠেছে, সেই সময় দুই সন্ন্যাসীকে আটক করা হয়। তাঁরা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সঙ্ঘের সদস্য। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। এই দুই সন্ন্যাসীর নামে কোনও মামলাও ছিল না বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: পাশের বাড়ির মহিলার সঙ্গে…উপর থেকে পড়ে মুহূর্তে শেষ মহিলা! ভয়ঙ্কর কাণ্ড রাতের কলকাতায়
advertisement
প্রবর্তক সঙ্ঘের প্রিন্সিপাল স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, ”জেলে চিন্ময়কৃষ্ণকে খাবার দিতে গিয়ে আমাদের দু’জন সদস্য গ্রেফতার হয়েছেন। ওঁদের ভয়েস মেসেজ থেকেই এই তথ্য জানতে পেরেছি আমি। ওঁরা জানিয়েছে, কোতোয়ালি থানায় তাঁদের আটক করা হয়েছিল। পরে তাঁদের জেলে নিয়ে যাওয়া হয়।”
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে । ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, মোট ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট আগামী ৩০ দিনের জন্যে ফ্রিজ করা হয়েছে। অর্থাৎ, এই সময়কালে চিন্ময় কৃষ্ণ দাস সহ এই ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না। মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় এই সব ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ। পাশাপাশি এই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির চাওয়া হয়েছে।