রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তিও।
আরও পড়ুন: ঠান্ডা কি আর পড়বে না? শীতের কনকনে হাওয়া গেল কোথায়? আবহাওয়ার বড় খবর
advertisement
প্রসঙ্গত, দু’মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ভারতীয় ৬টি ট্রলার। সেই সময় ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তাঁদের গ্রেফতার করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। মৎস্যজীবীদের একটি সংগঠন সেই সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তাঁদের ঘরে ফেরাতে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে আনে সংগঠন।
গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছয় ট্রলারকেও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।