TRENDING:

Weather Update: ঘূর্ণাবর্তে রেকর্ড বৃষ্টি, আজ আবহাওয়ার কী পূর্বাভাস ?

Last Updated:

Weather Forecast Today: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরেই বেড়েছে বৃষ্টির দাপট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃষ্টির যেন কোনও বিরাম নেই ৷ রবিবার মধ্য রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবার ভোর থেকে তা আরও বাড়ে। যার জেরে জল জমতে শুরু করে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার বিভিন্ন প্রান্তে। যানবাহনের গতি শ্লথ হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে (Weather Forecast Today)।
Photo: Collected
Photo: Collected
advertisement

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরেই সোমবার থেকে বাড়ে বৃষ্টির দাপট। এ ছাড়া, গয়া থেকে কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরে আজ, মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বজ্রপাতের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে বৃষ্টি কমবে কলকাতায়। আবহাওয়ার আজ উন্নতি হবে কিছুটা।

advertisement

আরও পড়ুন- নাইটি পরা, মুখে অদ্ভূত মেকআপে এই মহিলাকে চিনতে পারছেন? গান গেয়ে ফের ভাইরাল রানাঘাটের রানু

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ধাপাতে (Dhapa)। সেখানে রবিবার রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বৃষ্টির (Kolkata Rain Update) পরিমাণ ছিল ১২৭ মিলিমিটার। সোমবার সকাল ৬ টার পর থেকে দুপুর ২ টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার। অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ধাপায় মোট বৃষ্টির পরিমাণ ১৯০ মিলিমিটার। তবে শহরে তপসিয়া ও অন্যান্য অঞ্চলেও মাত্রা ছাড়িয়েছে একদিনের বৃষ্টিপাত। রেকর্ড বৃষ্টির (Kolkata Rain Update) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তোপসিয়া। এখনও পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। এরপরেই রয়েছে উল্টোডাঙা। সেখানে বৃষ্টির পরিমাণ ১৫২ মিলিমিটার।

advertisement

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ (মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত হিসেব)

Sagar Island-212.8

DumDum-134.0

Saltlake-118.2

Canning-115.0

Diamond Harbour-105.5

Barrackpore-101.8

Jhargram-95.8

Haldia-94.6

Midnapore CWC-80.2

advertisement

Midnapore-79.0

Mohanpur-72.4

Kalaikunda-69.8

Alipore 60.6

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে নিম্নচাপ। রবিবার থেকে বৃষ্টির কারণে কার্যত জলের তলায় মহানগরী। ধাপা, তোপসিয়া এবং উল্টোডাঙ্গা ছাড়াও শহরের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়েছে। নিউটাউনের বেশ কিছু এলাকা সোমবার দিনভর ছিল জলের তলায়। নিউটাউন বিসি ব্লকের স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের সামনে হাঁটু সমান জল ছিল এদিন। ফলে চরম সমস্যায় পড়েন স্থানীয় মানুষজন।

advertisement

আরও পড়ুন-মহাদুর্যোগে রেকর্ড বৃষ্টি ধাপায়, শহর কলকাতায় কোন এলাকায় কতটা বৃষ্টি দেখুন এক নজরে...

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

জলযন্ত্রনায় জেরবার ছিল রাজারহাটের সাপুরজি পালনজি আবাসন চত্বর। নজিরবিহীন ভাবে জল জমে যায় গোটা এলাকায়। আবাসিকদের কথায় একদিনের বৃষ্টিতে এতো জল জমতে দেখেননি এর আগে কোনওদিন। জল ঢুকে বন্ধ হয়ে যায় আবাসনের লিফটেও। ফলে প্রভূত সংকটে পড়েন বাসিন্দারা। জল জমে যায় সুখবৃষ্টি আবাসনের সর্বত্র। তুমুল নাকাল হতে হয় মানুষজনকে। আজ, মঙ্গলবার পরিস্থিতি কেমন থাকে সেদিকে তাকিয়ে আবাসনের বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update: ঘূর্ণাবর্তে রেকর্ড বৃষ্টি, আজ আবহাওয়ার কী পূর্বাভাস ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল