Kolkata Rain Update: মহাদুর্যোগে রেকর্ড বৃষ্টি ধাপায়, শহর কলকাতায় কোন এলাকায় কতটা বৃষ্টি দেখুন এক নজরে...

Last Updated:
Kolkata Rain Update: রবিবার থেকে বৃষ্টির কারণে কার্যত জলের তলায় মহানগরী কলকাতা।
1/12
রবিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে (Kolkata Rain Update) জল থৈ থৈ কলকাতা যেন নদী। উত্তর থেকে দক্ষিণ গোটা শহরের সব নিচু অংশই প্রায় জলের তলায়। জলযন্ত্রণা বাড়িয়েছে যানজট।
রবিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে (Kolkata Rain Update) জল থৈ থৈ কলকাতা যেন নদী। উত্তর থেকে দক্ষিণ গোটা শহরের সব নিচু অংশই প্রায় জলের তলায়। জলযন্ত্রণা বাড়িয়েছে যানজট।
advertisement
2/12
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরে রেকর্ড পরিমানে বৃষ্টি হয়েছে ধাপাতে (dhapa)। সেখানে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বৃষ্টির  (Kolkata Rain Update) পরিমাণ ছিল ১২৭ মিলিমিটার। সোমবার সকাল ৬ টার পর থেকে দুপুর ২ টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার। অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ধাপায় মোট বৃষ্টির পরিমাণ ১৯০ মিলিমিটার। তবে শহরে তপসিয়া ও অন্যান্য অঞ্চলেও মাত্রা ছাড়িয়েছে একদিনের বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরে রেকর্ড পরিমানে বৃষ্টি হয়েছে ধাপাতে (dhapa)। সেখানে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বৃষ্টির  (Kolkata Rain Update) পরিমাণ ছিল ১২৭ মিলিমিটার। সোমবার সকাল ৬ টার পর থেকে দুপুর ২ টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার। অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ধাপায় মোট বৃষ্টির পরিমাণ ১৯০ মিলিমিটার। তবে শহরে তপসিয়া ও অন্যান্য অঞ্চলেও মাত্রা ছাড়িয়েছে একদিনের বৃষ্টিপাত।
advertisement
3/12
রেকর্ড বৃষ্টির  (Kolkata Rain Update) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তোপসিয়া। এখনও পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। এরপরেই রয়েছে উল্টোডাঙা। সেখানে বৃষ্টির পরিমাণ ১৫২ মিলিমিটার।
রেকর্ড বৃষ্টির  (Kolkata Rain Update) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তোপসিয়া। এখনও পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। এরপরেই রয়েছে উল্টোডাঙা। সেখানে বৃষ্টির পরিমাণ ১৫২ মিলিমিটার।
advertisement
4/12
বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে নিম্নচাপ। রবিবার থেকে বৃষ্টির কারণে কার্যত জলের তলায় মহানগরী। ধাপা, তোপসিয়া এবং উল্টোডাঙ্গা ছাড়াও শহরের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়েছে।
বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে নিম্নচাপ। রবিবার থেকে বৃষ্টির কারণে কার্যত জলের তলায় মহানগরী। ধাপা, তোপসিয়া এবং উল্টোডাঙ্গা ছাড়াও শহরের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়েছে।
advertisement
5/12
নিউটাউনের বেশ কিছু এলাকা দিনভর ছিল জলের তলায়। নিউটাউন বিসি ব্লকের স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের সামনে হাঁটু সমান জল ছিল এদিন। ফলে চরম সমস্যায় পড়েন স্থানীয় মানুষ।
নিউটাউনের বেশ কিছু এলাকা দিনভর ছিল জলের তলায়। নিউটাউন বিসি ব্লকের স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের সামনে হাঁটু সমান জল ছিল এদিন। ফলে চরম সমস্যায় পড়েন স্থানীয় মানুষ।
advertisement
6/12
জলযন্ত্রনায় জেরবার ছিল রাজারহাটের সাপুরজি পালনজি আবাসন চত্বর। নজিরবিহীন ভাবে জল জমে যায় গোটা এলাকায়।
জলযন্ত্রনায় জেরবার ছিল রাজারহাটের সাপুরজি পালনজি আবাসন চত্বর। নজিরবিহীন ভাবে জল জমে যায় গোটা এলাকায়।
advertisement
7/12
আবাসিকদের কথায় একদিনের বৃষ্টিতে এতো জল জমতে দেখেননি এর আগে কোনওদিন। জল ঢুকে বন্ধ হয়ে যায় আবাসিকের লিফ্ট। ফলে প্রভূত সংকটে পড়েন বাসিন্দারা।
আবাসিকদের কথায় একদিনের বৃষ্টিতে এতো জল জমতে দেখেননি এর আগে কোনওদিন। জল ঢুকে বন্ধ হয়ে যায় আবাসিকের লিফ্ট। ফলে প্রভূত সংকটে পড়েন বাসিন্দারা।
advertisement
8/12
জল জমে যায় সুখবৃষ্টি আবাসনের সর্বত্র। তুমুল নাকাল হতে হয় মানুষজনকে। আগামিকাল পরিস্থিতি কেমন থাকে সেদিকে তাকিয়ে আবাসিকরা।
জল জমে যায় সুখবৃষ্টি আবাসনের সর্বত্র। তুমুল নাকাল হতে হয় মানুষজনকে। আগামিকাল পরিস্থিতি কেমন থাকে সেদিকে তাকিয়ে আবাসিকরা।
advertisement
9/12
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মানিকতলায় বৃষ্টির  (Kolkata Rain Update) পরিমাণ ১২৭ মিলি। বেলগাছিয়ায় ১৩৮ মিলি। ধাপায় ১৯০ মিলি। তোপসিয়ায় ১৫৫ মিলি। পামার ব্রিজে ১৫০.৫ মিলি।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মানিকতলায় বৃষ্টির  (Kolkata Rain Update) পরিমাণ ১২৭ মিলি। বেলগাছিয়ায় ১৩৮ মিলি। ধাপায় ১৯০ মিলি। তোপসিয়ায় ১৫৫ মিলি। পামার ব্রিজে ১৫০.৫ মিলি।
advertisement
10/12
কালীঘাটে ১৪৯.৬ মিলি।বালিগঞ্জে ১৪৬ মিলি। মোমিনপুরে ১৩৮ মিলি। ঠনঠনিয়ায় ১২৯.৬ মিলি। দত্তবাগানে ১৪৪ মিলি। জঞ্জিরাবাজারে ১২৮ মিলি। এই তালিকার মধ্যে সবথেকে কম পরিমাণে বৃষ্টি হয়েছে সিপিটি ক্যানেলে। রবিবার রাত থেকে মাত্র ৪৫ মিলি বৃষ্টি হয়েছে এখানে।
কালীঘাটে ১৪৯.৬ মিলি।বালিগঞ্জে ১৪৬ মিলি। মোমিনপুরে ১৩৮ মিলি। ঠনঠনিয়ায় ১২৯.৬ মিলি। দত্তবাগানে ১৪৪ মিলি। জঞ্জিরাবাজারে ১২৮ মিলি। এই তালিকার মধ্যে সবথেকে কম পরিমাণে বৃষ্টি হয়েছে সিপিটি ক্যানেলে। রবিবার রাত থেকে মাত্র ৪৫ মিলি বৃষ্টি হয়েছে এখানে।
advertisement
11/12
তবে,ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃষ্টি  (Kolkata Rain Update) কমবে কলকাতায়। মঙ্গলবার কলকাতায় Yellow বা মাঝারি সতর্কতা জারি করা হয়েছে। তবে, আজ বৃষ্টি চলবে। আগামী কয়েক ঘন্টায় বাড়বে আরও বৃষ্টির পরিমান। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় জারি রয়েছে সতর্কতা।
তবে,ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃষ্টি  (Kolkata Rain Update) কমবে কলকাতায়। মঙ্গলবার কলকাতায় Yellow বা মাঝারি সতর্কতা জারি করা হয়েছে। তবে, আজ বৃষ্টি চলবে। আগামী কয়েক ঘন্টায় বাড়বে আরও বৃষ্টির পরিমান। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় জারি রয়েছে সতর্কতা।
advertisement
12/12
তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃষ্টি  (Kolkata Rain Update) অব্যাহত থাকলেও মঙ্গলবার থেকে কলকাতায় কমবে বৃষ্টির পরিমান। এছাড়াও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে (২৫ এবং ২৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে আরও দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ তৈরি হলে আবারও চলতি মাসের শেষ সপ্তাহে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃষ্টি  (Kolkata Rain Update) অব্যাহত থাকলেও মঙ্গলবার থেকে কলকাতায় কমবে বৃষ্টির পরিমান। এছাড়াও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে (২৫ এবং ২৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে আরও দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ তৈরি হলে আবারও চলতি মাসের শেষ সপ্তাহে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
advertisement
advertisement