ফিরহাদ হাকিম বলেন, ‘আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন। আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটুক্তি করে কীভাবে সে ক্যাবিনেটে থাকে। ৭২ দিন জেলে থাকার পরে সে বেরিয়ে আসে। ওই দলে ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয়। বাবাসাহেব এদের চেয়ে অনেক উপরে। এই বিশ্বাস আছে মানুষের ওপর।’
advertisement
তিনি আরও বলেন, ‘দলিত তাস খেলে ভোটের স্বার্থে। ওরা দেশ বেচে খালি। করপোরেটদের পিছনে থাকে। বিজেপি বিধায়কদের আমাকে বলে লাভ নেই। কে শাসন সত্যি কারের চালাচ্ছে। আমার পপুলারিটিকে ভয় পায়। আসলে আমাকে নিয়ে বললে ওদের সুবিধা হয়। পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমি লড়াই করব। আমাকে ওই সব বলে লাভ নেই। দেশ রক্ষা করতে পারছেন না। এর সবচেয়ে বড় প্রমাণ হল, টেররিস্টদের ঢোকানো। আসলে বাংলায় ঢুকিয়ে বাংলাকে অপমান করে।’
আরও পড়ুনঃ ডায়াবেটিসের যম বাড়ির বাগানের এই ফল! পালাবার পথ খুঁজে পাবেনা ব্লাড সুগার, জেনে নিন বিশেষজ্ঞের মত
ফিরহাদ হাকিমের কথায়, ‘অমিত শাহ দেশ সেবা নয় করপোরেট সেবা করতে এসেছে। ইলেকশন কমিশন ও পাসপোর্ট যেন আরও চেক করতে বলব। সংখ্যালঘু মানে যারা পিছিয়ে পরা। এদের এগিয়ে নিয়ে আসতে হবে। তাঁদের এগোতে বলা অপরাধ নয়। আমি তাই এদের পরিষেবা দিই। এদের এগোনো আমাদের ধর্ম। কাজ করব ভোট এমনি পাব। ২০২৬ সালে ২৬০ সিট পাব।’