আরও পড়ুন: এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, শ্রীনগর ঢেকেছে লাল-সাদা-হলুদ-গোলাপিতে... দেখুন
অভিযোগ, সেই শিক্ষক প্রিযস সিং এক ছাত্রীকে জানায় তাঁকে আলাদা করে ক্লাস নেবেন। তার জন্য শিক্ষকের সিকে ব্লকের বাড়িতে আসতে হবে। এর পরে রাজি হলে তাকে বলে সল্টলেক সিকে ১১৪ নম্বার শিক্ষকের বাড়ি। ওই তরুণী ছাত্রী যখন সেখানে যায় তখন তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ১১ ডিসেম্বর। ছাত্রী সেখানে গিয়ে জানতে পারে এটি একটি গেস্ট হাউস, পাশাপাশি তাঁর অশ্লীল ছবি তুলে রাখা হয় বলে অভিযোগ। (Bangla News)
advertisement
আরও পড়ুন: মহিলা এটা করলেন কী! খাবারে নিজেই চুল ফেলে দোকানে প্রতারণা! কলকাতার কাণ্ড তুমুল ভাইরাল
অভিযোগ, ছাত্রীকে শিক্ষক হুমকি দেয়, কাউকে জানালে এই ছবি ভাইরাল করে দেবে। এর পরেই তরুণী ছাত্রী বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে পরিবারের লোককে বিষয়টি জানালে গত ফেব্রুয়ারি মাসে বিধান নগর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধান নগর মহিলা থানার পুলিশ। এর পরেই ওই শিক্ষকের ফোন নম্বরের সূত্র ধরে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়।
অনুপ চক্রবর্তী