TRENDING:

Bangla News: এবার বিশ্ব বাংলা লোগোও নকল! আর তা করেই যা চলছে বাংলায়, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:

Bangla News: এই ঘটনায় মূল পান্ডা গ্রেফতার হওয়ার পরেও রাজ্য জুড়ে নজরদারি চালাচ্ছে পরিবহন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বালি মাফিয়াদের নয়া কৌশল। ডুপ্লিকেট বিশ্ব বাংলার লোগো ছাপিয়ে বালি পাচারের ছক বানচাল পরিবহন দফতরের। মুম্বই থেকে গ্রেফতার মূলপান্ডা। পরিবহন দফতর সূত্রে খবর,  এই ডুপ্লিকেট বিশ্ব বাংলা লোগো বসানো প্যাড বানানোর মূল পান্ডাকে মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
advertisement

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, এই ডুপ্লিকেট প্যাড বসিরহাটের এক ব্যক্তি ২৫ হাজার টাকার বিনিময়ে এক বালি মাফিয়া হাতে তুলে দেয়, সেই ব্যক্তি বালি মাফিয়া কে জানায় যে এই প্যাড দেখালে কোন জায়গায় পরিবহন দফতর তথা পুলিশের তরফ থেকে তাদের গাড়ি আটকানো হবে না।

এই ঘটনায় মূল পান্ডা গ্রেফতার হওয়ার পরেও রাজ্য জুড়ে নজরদারি চালাচ্ছে পরিবহন দফতর। পাশাপাশি পরিবহন দপ্তর এর তরফ থেকে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ডুপ্লিকেট প্যাড বিষয়গুলি দিকে সতর্কভাবে লক্ষ্য রাখে, পরিবহন দপ্তর সূত্রের খবর।

advertisement

ইতিমধ্যেই সূত্রের খবর পরিবহন দফতরের তরফ থেকে এই বিষয় নিয়ে সব থানাকে সতর্ক করা হয়েছে। নড়েচড়ে বসেছে প্রশাসন।

আরও পড়ুন: সোমবার যাচ্ছে মেয়ে, দিল্লিতে বসে শুক্রবারই 'খেলা' ঘোরাতে পারেন অনুব্রত! কী প্ল্যান তৃণমূল নেতার?

বালি মাফিয়াদের নয়া কৌশল। ডুপ্লিকেট বিশ্ব বাংলার লোগো ছাপিয়ে বালি পাচারের অভিযোগ উঠেছে রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলাতেও।এই নিয়ে সব থানাকে সতর্ক করা হয়েছে। নড়েচড়ে বসেছে প্রশাসন।

advertisement

চমকে দেবার মত ঘটনা। গত কয়েকদিন ধরে ওভারলোড গাড়িতে বালি পাচার রুখতে সক্রিয় হয় প্রশাসন। পরিবহন দফতর ওভারলোড আটকাতে অভিযান চালাচ্ছে। সেখানেই এই আস্তিনে লুকানো সাপ নজরে এসেছে।

শক্তিগড়ে একটি বালি ভর্তি ওভারলোড ট্রাক আটকায় সন্দেহের কারণে। সেসময় ড্রাইভার আধিকারিকদের মেজাজ দেখায়। তার কাছে অনুমতি আছে দাবি করে সে ওই কুপন দেখায়।

advertisement

আরও পড়ুন: কুন্তলের টাকায় কেনা বনির গাড়ি কোথায় গেল? মিলল খোঁজ, জানলে চমকে যাবেন নিশ্চয়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাতে বিশ্ববাংলা লোগোর পাশাপাশি ' ওয়েষ্ট বেঙ্গল পরিবহন ডিপার্টমেন্ট সুরক্ষা কমিটি পরিষেবা' লেখা আছে। খোঁজখবর নিয়ে দেখা যায় গোটাটাই ভুয়ো। এমন কোনো কুপন সরকার চালু করেনি। বিষয়টি পরিবহন দপ্তরের শীর্ষ কর্তাদের জানানো হয়। আশেপাশের জেলাকে সতর্ক করা হয়।জানা গেছে; বীরভূমের ইলামবাজার থেকে দীর্ঘ পথ পেরিয়ে কলকাতা যাচ্ছিল।সে কারণে সব থানাকেও সতর্ক করা হয়েছে। পরিবহন দফতর এবং পুলিশ সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: এবার বিশ্ব বাংলা লোগোও নকল! আর তা করেই যা চলছে বাংলায়, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল