TRENDING:

Bangla News: সেই বেহালায় এবার পুলকার দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি, ভিতরে ছিল ৫ শিশু!

Last Updated:

Bangla News: ঠাকুরপুকুর থানা পুলকারটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে এদিন ভোর সাড়ে ছটা নাগাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেহালা চৌরাস্তার পর ফের বেহালায় দুর্ঘটনা। এবার ঠাকুরপুকুরে পুলকার দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, মহাত্মা গান্ধি রোড দিয়ে বেহালার দিকে আসছিল একটি পুলকার। সেই সময় রাস্তার ধারে কিছু ছোট ছোট পাথর পড়ে ছিল এবং ড্রাইভার হাত দেখাতে-দেখাতে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই পুলকারটি উল্টে যায়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

সে সময় পুলকারের মধ্যে পাঁচটি বাচ্চা সহ ড্রাইভার ছিল। অল্প বিস্তার আহত হয়েছে সকলেই। সবাইকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঠাকুরপুকুর থানা পুলকারটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে এদিন ভোর সাড়ে ছটা নাগাদ।

আরও পড়ুন: উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, মৃত্যু মহিলার! আশঙ্কাজনক আরও ১

advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বেহালায় দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেহালা চৌরাস্তা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয়রা। জ্বালানো হয়েছিল পুলিশের গাড়ি, বাইক। কথায় কাজ না হওয়ায় লাঠিচার্জ করা হয়, ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। আহত হয়েছিলেন জয়েন্ট সিপি ট্রাফিক সহ পুলিশের বেশ কয়েকজন এবং আমজনতা।

advertisement

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা নদীয়ায়, লরির পিছনে ধাক্কা গাড়ির! ঘটনাস্থলেই মৃত ৩ বন্ধু

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকল বাহিনীও। পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পাল্টা উন্মত্ত জনতার ছোড়া পাথরে আহত হয়েছিলেন কয়েক জন পুলিশকর্মী। আহত হয়েছিলেন বেশ কয়েক জন স্থানীয়ও। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বেহালা। এবার সেই বেহালাতেই পুলকার দুর্ঘটনায় আহত শিশুরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

— সমীর মণ্ডল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: সেই বেহালায় এবার পুলকার দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি, ভিতরে ছিল ৫ শিশু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল