Kolkata News: উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, মৃত্যু মহিলার! আশঙ্কাজনক আরও ১
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata News: পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে চলে আসেন।
কলকাতা: উত্তর কলকাতায় বাড়ি ভেঙে মৃত্যু হল একজনের। গুরুতর আহত এক নাবালক-সহ আরও দু’জন। ৬৫বি পাথুরিয়া ঘাটা স্ট্রিটে একটি পুরনো বাড়ির একটি অংশ ভেঙে পড়েছে বলে খবর। উদ্ধারকার্যে দমকল এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। দুজনকে উদ্ধার করা গেলেও, ধ্বংসস্তূপ এর নীচে চাপা পড়ে যায় দুজন। প্রাথমিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও পরে কোনও রকম সাড়াশব্দ দিচ্ছিলেন না তারা। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে চলে আসেন। খবর পেয়ে আসে দমকল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ধ্বংসস্তূপে আটকে পড়েন এক দম্পতি এবং এক নাবালক। দমকলের সাহায্যে রাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় এক মহিলার। বাকি দু’জনের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। ওই মহিলার স্বামীর পরিস্থিতিও আশঙ্কাজনক।
advertisement
advertisement
জানা গিয়েছে, ১৬টি পরিবার থাকত সেখানে। মৃত ইলা আগরওয়াল চার তলায় থাকতেন। ইলার স্বামী অজয় আগরওয়ালের ৫৩ বছর বয়স। তাঁর অবস্থাও খুব আশঙ্কাজনক। অজয় একটি শাড়ির দোকানে কাজ করত। ঘটনার সময় ইলা, অজয় ও ছেলে রাঘব আগরওয়াল (১৫) ঘরেই ছিল। রাঘব ঘরে আটকে পড়েছিল। সে শারীরক ভাবে আহত হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিছুটা ট্রমার মধ্যে আছে সে।
advertisement
২০০১ সালে প্রদীপ আগরওয়াল নামে এক ব্যক্তি মাত্র ১৪ লাখ টাকায় ভাড়াটিয়া সমেত কিনেছিল নিয়েছিল বাড়িটি। ২২ কাঠা জমি এটি। পাঁচ তলা বাড়িটি সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে। এই বাড়িটিতে কর্পোরেশন তিন বছর আগে বিপজ্জনক বাড়ি হিসাবে নোটিস দিয়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 8:53 AM IST