পুলিশ সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সল্টলেকে বাসিন্দা এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্ট করেছে পিন্টু দাস।
আরও পড়ুন: পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?
পিন্টু দাস তাঁর স্বামী। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদে মামলা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পূর্ব পরিচিত বান্ধবীকে বিয়ে করেন পিন্টু দাস। বিয়ের পর বেশ কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে তুলে রাখেন পিন্টু। কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে পিন্টুর ঝামেলা চলছে। স্ত্রীকে মারধর করার অভিযোগ রয়েছে পিন্টুর বিরুদ্ধে।
advertisement
এরপরই পিন্টুর বিরুদ্ধে কোর্টে দাস হন তাঁর স্ত্রী। কয়েকদিন আগে স্ত্রীর অশ্লীল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পিন্টু দাস। ফেসবুকে অশ্লীল ছবি দেখে গত সেপ্টেম্বর মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন সল্টলেকের বাসিন্দা ওই মহিলা। পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাঁর স্ত্রী। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নেমে দেগঙ্গা থেকে পিন্টু দাসকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
অনুপ চক্রবর্তী
