তিনি আরও বলেন, ‘বেঙ্গল বিসনেস সামিট হবে ৫-৬ ফেব্রয়ারি তারিখে। এর মধ্যে মা কালী এর স্কাইওয়াক হয়ে গেলে আমরা উদ্বোধন করে দেব। জানুয়ারি মাসের ২৮ তারিখ বই মেলা আছে। আপনাদের তো আগেই জানিয়েছি দীঘায় জগন্নাথ মন্দির এর উদ্বোধনের দিন। এছাড়া জেলা জেলায় মেলা হচ্ছে। জানুয়ারি মাসে নানান রকম মেলা হয়। মিষ্টি হাব ৭, ৮, ৯ দীঘায় একটা মেলা করছে। আমি ওখানে মানস ভুঁইয়া, অখিল গিরি কে যেতে বলেছি।’
advertisement
আরও পড়ুনঃ চিনির বদলে, দুধে নুন দিচ্ছেন? দুধ আর লবণ যোগে যা ঘটে…! জেনে-বুঝে খাচ্ছেন তো? নাহলেই…
২৫ ডিসেম্বর শহরের কলকাতার অন্যতম দর্শনীয় স্থান আলিপুর চিড়িয়াখানায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আলিপুর চিড়িয়াখানাতে আমাদের সরকার আসার পর ১২ টা ঢোকা ও বেরোনোর গেট করে দিয়েছি। কাল ১ লক্ষ ভিড় হয়েছিল। আজ ও ভিড় হয়েছে দেখলাম। আলিপুর চিড়িয়াখানা এর বিপরীতে একটা জায়গা আছে। একুয়ারিয়াম ছিল। ঐখানের আমরা একটা বিরাট বিগবাজার করতে যাচ্ছি। ইন প্রিন্সিপাল আমরা রাজি হয়েছি। কিন্তু একুয়ারিয়াম টা থাকবে। পশু হাসপাতালটা চিড়িয়াখানা এর ভিতরে থাকবে।’
