চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷
আরও পড়ুন: উল্টো করে টাঙিয়ে দিয়েছে সোনমের ছবি! মেঘালয়ে খুন হয়েছে স্বামী… এবার এটা ঘিরে রহস্য
advertisement
উল্লেখ করা হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানাও৷ ওই ঠিকানায় গুপী ওরফে মুকুলকে ওই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে৷
আরও পড়ুন: পাচার করে দিয়েছে? কোথায়…মেঘালয় কাণ্ডে ভয়ঙ্কর অভিযোগ! এতদিন পরে মুখ খুললেন মেয়েটার ভাই
তবে চিঠিটি পাওয়ার পরেই এ নিয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী৷ পুলিশের অবশ্য সন্দেহ, চিঠিটি কি আদৌ মাওবাদীরা পাঠিয়েছে, নাকি কেউ ঠাকানোর চেষ্টা করছে বা বাজে মজা করছে ওই ব্যবসায়ীর সঙ্গে? খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই৷