যা খবর মিলছে, তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী বাবুল পেয়েছেন ৯৭৫১ ভোট, উল্লেখযোগ্যভাবে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৫০৭৫ ভোট, তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২১৮৬ ভোট আর বিজেপির কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ৬২১ ভোট। তাৎপর্যপূর্ণ হল, বামেদের দ্বিতীয় স্থানে থাকা আর বিজেপি প্রার্থীর এখনও পর্যন্ত চতুর্থ স্থানে থাকা।
advertisement
আরও পড়ুন: বাংলায় শিল্প সম্ভব? ৩৫৬ ধারা দাবি কতটা বাস্তবোচিত? News 18-এ সপাট জবাব দিলীপের ঘোষের
সবমিলিয়ে বালিগঞ্জে ১৯ রাউন্ড ভোট গণনা হবে৷ কিন্তু যেহেতু বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছে, তাই কয়েক ঘণ্টার মধ্যেই এই উপনির্বাচনের ফলাফলের চিত্রটা একেবারে স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন৷
আরও পড়ুন: বাণিজ্য সম্মেলনে থাকছে বিরাট চমক, আসছেন বড় নাম! News 18-এ জানালেন ফিরহাদ হাকিম
বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলি উপনির্বাচন হচ্ছে, বামেদের বিরোধী হিসেবে উত্থান বিশেষভাবে লক্ষ্যনীয়। বালিগঞ্জের ক্ষেত্রেও সেই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজেপি প্রার্থী যেভাবে চতু্র্থ স্থানে পৌঁছে গিয়েছেন, তা গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে উদ্বেগের।