আরও পড়ুন- আরও ৫ দিন চলবে তাপপ্রবাহ, উইকেন্ডে কি আবহাওয়ার পরিবর্তন? আশার আলো দেখছেন আবহাওয়াবিদরা
আপাতত কিছু সতর্কতা মেনে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটামুটি ভাবে কাজ করা হচ্ছে। এই লাইনের উপর দিয়ে শিয়ালদহ রাজধানী, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস-সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। সেতুর কাজ ইতিমধ্যেই দেখেছেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।
advertisement
আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ২৯ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
নিবেদিতা সেতুতে ট্রেনের সর্বোচ্চ গতি থাকে ঘণ্টায় ৯০ কিলোমিটার। প্রায় ৮৮০ মিটার দীর্ঘ ওই সেতুতে ইস্পাতের ৯টি স্প্যান রয়েছে। সেতুর উপরে পাশাপাশি দু’টি রেললাইন রয়েছে। শিয়ালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‘সেতুর যে পাতের উপরে রেললাইন বসানো হয়, তাকেই স্ট্রিঙ্গার বলে। রেললাইন দৃঢ় ভাবে ধরে রাখা ছাড়াও সেতুতে ট্রেন চলাচলের ভার একাধিক গার্ডারের উপরে সমান ভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ওই পাত গুরুত্বপূর্ণ। এই অংশের কাজ করা হচ্ছে। আগামী কিছুদিনেই এই কাজ শেষ হয়ে যাবে। তার পর ফের পূর্ণ গতিতে রেল চলাচল করতে পারবে।’’