Daily Numerology: সংখ্যাতত্ত্বে ২৯ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:
Daily Numerology Horoscope By Chirag Daruwalla: সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
1/10
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
advertisement
2/10
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ১, তাঁদের জন্য অনুকূল দিন। আর্থিক দিক থেকে চমৎকার কাটবে, দীর্ঘদিনের বাধা কেটে যাবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। এই দিনে ব্যবসায় বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ পাওয়া যাবে। চাকরিজীবীদের কথা বললে, কর্মক্ষেত্রে এই দিন যে কোনও কাজ খুব বুঝেশুনে এবং আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে। তবেই প্রশংসা মিলবে। পারিবারিক দিক থেকে স্বাভাবিক দিন। স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখা উচিত, এতে প্রচুর সুবিধা পাওয়া যাবে।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ১, তাঁদের জন্য অনুকূল দিন। আর্থিক দিক থেকে চমৎকার কাটবে, দীর্ঘদিনের বাধা কেটে যাবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। এই দিনে ব্যবসায় বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ পাওয়া যাবে। চাকরিজীবীদের কথা বললে, কর্মক্ষেত্রে এই দিন যে কোনও কাজ খুব বুঝেশুনে এবং আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে। তবেই প্রশংসা মিলবে। পারিবারিক দিক থেকে স্বাভাবিক দিন। স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখা উচিত, এতে প্রচুর সুবিধা পাওয়া যাবে।
advertisement
3/10
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ২, তাঁদের জন্য এই দিন শুভ। আর্থিক দিক থেকেও অনুকূল। আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। ব্যবসা সম্প্রসারণের জন্য কোনও নতুন পদক্ষেপ নেওয়া যেতে পারে। চাকরিজীবীদেরও উন্নতির পথ খোলা থাকছে। এই দিন স্বভাবে আবেগ বেশি থাকবে। পারিবারিক জীবন সুখে ভরপুর হবে। স্ত্রীর সঙ্গে এই দিন আনন্দে কাটবে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ২, তাঁদের জন্য এই দিন শুভ। আর্থিক দিক থেকেও অনুকূল। আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। ব্যবসা সম্প্রসারণের জন্য কোনও নতুন পদক্ষেপ নেওয়া যেতে পারে। চাকরিজীবীদেরও উন্নতির পথ খোলা থাকছে। এই দিন স্বভাবে আবেগ বেশি থাকবে। পারিবারিক জীবন সুখে ভরপুর হবে। স্ত্রীর সঙ্গে এই দিন আনন্দে কাটবে।
advertisement
4/10
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৩, তাঁদের জন্য খুব সাধারণ দিন হতে চলেছে। মনে হচ্ছে, নিজের জ্ঞান নিয়ে অহঙ্কার হতে পারে। এর ফলে কর্মক্ষেত্রে নিজেই নিজের জন্য সমস্যা তৈরি করবেন ৩ জন্মতারিখের জাতক জাতিকারা। এর খেসারত হিসেবে দীর্ঘ সময় টাকা দিতে হতে পারে, তাই সতর্ক থাকা উচিত। আর্থিক দিক থেকে দিনটা স্বাভাবিক। বুঝেশুনে অর্থ বিনিয়োগ করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে এই দিন স্বাভাবিক কাটবে। স্ত্রীর সঙ্গে কাটবে প্রেমময়ভাবে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৩, তাঁদের জন্য খুব সাধারণ দিন হতে চলেছে। মনে হচ্ছে, নিজের জ্ঞান নিয়ে অহঙ্কার হতে পারে। এর ফলে কর্মক্ষেত্রে নিজেই নিজের জন্য সমস্যা তৈরি করবেন ৩ জন্মতারিখের জাতক জাতিকারা। এর খেসারত হিসেবে দীর্ঘ সময় টাকা দিতে হতে পারে, তাই সতর্ক থাকা উচিত। আর্থিক দিক থেকে দিনটা স্বাভাবিক। বুঝেশুনে অর্থ বিনিয়োগ করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে এই দিন স্বাভাবিক কাটবে। স্ত্রীর সঙ্গে কাটবে প্রেমময়ভাবে।
advertisement
5/10
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৪, তাঁদের জন্য দুর্দান্ত দিন হতে চলেছে। বুদ্ধিমত্তা এবং চাতুর্যের সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন হবে। শরীর, মনে উদ্যম থাকবে। আর্থিক দিক থেকেও দিনটা অনুকূল। ছেলের পরামর্শ অনুযায়ী টাকা বিনিয়োগ করলে প্রচুর লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল। কর্মক্ষেত্রে তথ্যপূর্ণ বক্তব্য প্রশংসিত হবে। পারিবারিক দিক থেকে দিনটা স্বাভাবিক। মাকে কোনও উপহার দিলে ভবিষ্যতের জন্য উপকারী প্রমাণিত হবে। স্ত্রীর সঙ্গে এই দিন সুখে কাটবে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৪, তাঁদের জন্য দুর্দান্ত দিন হতে চলেছে। বুদ্ধিমত্তা এবং চাতুর্যের সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন হবে। শরীর, মনে উদ্যম থাকবে। আর্থিক দিক থেকেও দিনটা অনুকূল। ছেলের পরামর্শ অনুযায়ী টাকা বিনিয়োগ করলে প্রচুর লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল। কর্মক্ষেত্রে তথ্যপূর্ণ বক্তব্য প্রশংসিত হবে। পারিবারিক দিক থেকে দিনটা স্বাভাবিক। মাকে কোনও উপহার দিলে ভবিষ্যতের জন্য উপকারী প্রমাণিত হবে। স্ত্রীর সঙ্গে এই দিন সুখে কাটবে।
advertisement
6/10
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৫, এই দিন ভাগ্যের পূর্ণ সমর্থন তাঁদের দিকে থাকবে। আর্থিক দিক থেকে, চমৎকার দিন। স্টক মার্কেটে বিনিয়োগ করলে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকেও অনুকূল দিন। পরিবারে কিছু বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা যেতে পারে। এতে সুখী পরিবেশ বজায় থাকবে। নিজেরও চিত্ত প্রফুল্ল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই দিন দারুণ কাটবে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৫, এই দিন ভাগ্যের পূর্ণ সমর্থন তাঁদের দিকে থাকবে। আর্থিক দিক থেকে, চমৎকার দিন। স্টক মার্কেটে বিনিয়োগ করলে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকেও অনুকূল দিন। পরিবারে কিছু বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা যেতে পারে। এতে সুখী পরিবেশ বজায় থাকবে। নিজেরও চিত্ত প্রফুল্ল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই দিন দারুণ কাটবে।
advertisement
7/10
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৬, তাঁদের এই দিন স্বাভাবিক কাটবে। ব্যবসায়ী শ্রেণির জন্য সময়টা অনুকূল। ব্যবসার উন্নতির জন্য কিছু নতুন প্রস্তাব গ্রহণ করা যায়। সারাদিন মনে উদ্যম থাকবে। অর্থের দিক থেকেই দিনটা স্বাভাবিক। টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। তাই শান্ত থাকতে হবে। কথা বলার সময় সংযত হতে হবে। স্ত্রীর সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেওয়া যায়। এতে আখেরে ভালই হবে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৬, তাঁদের এই দিন স্বাভাবিক কাটবে। ব্যবসায়ী শ্রেণির জন্য সময়টা অনুকূল। ব্যবসার উন্নতির জন্য কিছু নতুন প্রস্তাব গ্রহণ করা যায়। সারাদিন মনে উদ্যম থাকবে। অর্থের দিক থেকেই দিনটা স্বাভাবিক। টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। তাই শান্ত থাকতে হবে। কথা বলার সময় সংযত হতে হবে। স্ত্রীর সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেওয়া যায়। এতে আখেরে ভালই হবে।
advertisement
8/10
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৭, তাঁদের জন্য শুভ দিন। বন্ধুদের জন্য জীবন আনন্দময় হবে। স্বভাবে অহংবোধ থাকবে। কাজের আগে অহংকে না রাখলে, দিন খুব ভালভাবে কাটতে চলেছে। আর্থিক দিক থেকে স্বাভাবিক দিন। বুঝেশুনে বিনিয়োগ করা উচিত। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই দিন স্বাভাবিকের চেয়ে খারাপ হতে চলেছে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে আদর্শগত মতপার্থক্য হতে পারে। স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সমস্যা কমাতে এটা সাহায্য করবে।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৭, তাঁদের জন্য শুভ দিন। বন্ধুদের জন্য জীবন আনন্দময় হবে। স্বভাবে অহংবোধ থাকবে। কাজের আগে অহংকে না রাখলে, দিন খুব ভালভাবে কাটতে চলেছে। আর্থিক দিক থেকে স্বাভাবিক দিন। বুঝেশুনে বিনিয়োগ করা উচিত। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই দিন স্বাভাবিকের চেয়ে খারাপ হতে চলেছে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে আদর্শগত মতপার্থক্য হতে পারে। স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সমস্যা কমাতে এটা সাহায্য করবে।
advertisement
9/10
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৮, তাঁদের জন্য এই দিন স্বাভাবিকের চেয়ে খারাপ হতে চলেছে। আর্থিক দিক থেকেও সময়টা অনুকূল নয়। অর্থ আসা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে মানসিক অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে সময়টা অনুকূল নয়। মেজাজ খিটখিটে থাকতে পারে। পারিবারিক দিক থেকে এই দিন স্বাভাবিক কাটবে। তবে স্ত্রীর সঙ্গে মতপার্থক্য হতে পারে।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৮, তাঁদের জন্য এই দিন স্বাভাবিকের চেয়ে খারাপ হতে চলেছে। আর্থিক দিক থেকেও সময়টা অনুকূল নয়। অর্থ আসা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে মানসিক অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে সময়টা অনুকূল নয়। মেজাজ খিটখিটে থাকতে পারে। পারিবারিক দিক থেকে এই দিন স্বাভাবিক কাটবে। তবে স্ত্রীর সঙ্গে মতপার্থক্য হতে পারে।
advertisement
10/10
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৯, তাঁদের জন্য খুব ভাল দিন হতে চলেছে। সারাদিন মনে উদ্যম থাকবে। ইতিবাচক মনোভাবের সঙ্গে কর্মক্ষেত্রে সমস্ত কাজ বুদ্ধিমত্তার সঙ্গে এবং ভালভাবে সম্পন্ন করতে পারবেন ৯ জন্মতারিখের জাতক জাতিকারা। ভাল কাজের জন্য সুনাম হবে। আর্থিক দিক থেকেও দিনটা অনুকূল। অর্থ আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন চমৎকার। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন করার সম্ভাবনা রয়েছে। এই দিন স্ত্রীর সঙ্গে সুখে কাটবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৯, তাঁদের জন্য খুব ভাল দিন হতে চলেছে। সারাদিন মনে উদ্যম থাকবে। ইতিবাচক মনোভাবের সঙ্গে কর্মক্ষেত্রে সমস্ত কাজ বুদ্ধিমত্তার সঙ্গে এবং ভালভাবে সম্পন্ন করতে পারবেন ৯ জন্মতারিখের জাতক জাতিকারা। ভাল কাজের জন্য সুনাম হবে। আর্থিক দিক থেকেও দিনটা অনুকূল। অর্থ আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন চমৎকার। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন করার সম্ভাবনা রয়েছে। এই দিন স্ত্রীর সঙ্গে সুখে কাটবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement