TRENDING:

Partha Chatterjee || জামিনের আবেদন খারিজ, ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন পার্থ ও অর্পিতা

Last Updated:

Partha Chatterjee || ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল চেক-আপ করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ সুরক্ষা প্রদান সুপ্রিম কোর্টের ডি কে বাসু রায় অনুসারে দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইডি হেফাজতেই থাকবেন রাজ্যের  শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সোমবার ইডি আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর পাশপাশি প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল চেক-আপ করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, সুরক্ষা প্রদান সুপ্রিম কোর্টের ডি কে বাসু রায় অনুসারে দিতে হবে। প্রতি ৪৮ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষা হবে অর্পিতারও৷ রাত ৯ থেকে সকাল ৬ পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়কে কোনও হেফাজতে জিজ্ঞাসাবাদ নয়। অর্পিতা জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকবেন মহিলা পুলিশকর্মী।
advertisement

সোমবার রাতে ফিরছেন না কলকাতায়, ভুবনেশ্বর এইমসেই রাত্রিবাস করবেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গিয়েছে, কিছু সমস্যার জন্য এ দিন রাতে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফেরানো সম্ভব হচ্ছে না। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকালেই তাঁকে নিয়ে শহরে ফিরবেন ইডি কর্তারা।

আরও পড়ুন: '৩৫ বছর গান গাইছি, দিদিই প্রথম সম্মান দিলেন', বঙ্গবিভূষণ পেয়ে আবেগাপ্লুত কুমার শানু

advertisement

কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল৷ সকাল সাড়ে দশটা নাগাদ ভুবনেশ্বর এইমস-এ পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরেই রাজ্যের মন্ত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়৷

আরও পড়ুন: 'এত টাকা উঠল, জানলে আগেই অ্যাকশন নিতাম', বিরোধীদের আক্রমণের জবাব মমতার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

গ্রেফতারের পর এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বুকে ব্যথা রয়েছে৷ সোমবার ভুবনেশ্বর পৌঁছেও সেই ইঙ্গিত-ই করেন তিনি৷ যদিও এইমস-এর শীর্ষ কর্তা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বুকের ব্যথা খুব বেশি হচ্ছে না৷ কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল৷ সকাল সাড়ে দশটা নাগাদ ভুবনেশ্বর এইমস-এ পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরেই রাজ্যের মন্ত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়৷ অবশেষে, চিকিৎসকরা জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায়ের গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই৷ পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee || জামিনের আবেদন খারিজ, ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন পার্থ ও অর্পিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল