TRENDING:

Baguiati twin murder case: গাফিলতির অভিযোগেই কার্যত সিলমোহর, বাগুইআটি কাণ্ডে সাসপেন্ড আইসি কল্লোল ঘোষ

Last Updated:

এই ঘটনা সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্লোজ করার কয়েক ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হল বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে৷ বাগুইআটির দুই ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগেই শাস্তির কোপে পড়তে হল পুলিশ আধিকারিককে৷ বাগুইআটি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী কড়া মনোভাব দেখানোর পরই সাসপেন্ড করা হয় অভিযুক্ত আইসি-কে৷ সাসপেনশনের কথা স্বীকার করেছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা৷
বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ৷
বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ৷
advertisement

বাগুইআটির বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে অপহরণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির একাধিক অভিযোগ ওঠে৷ প্রায় দু' সপ্তাহ ধরে দুই ছাত্রের দেহ বসিরহাট পুলিশ মর্গে পড়ে থাকলেও তা জানতেই পারেনি বাগুইআটি থানার পুলিশ৷ উল্টে আইসি-সহ থানার পুলিশকর্মীদের বিরুদ্ধে নিহত দুই ছাত্রের পরিবারকে অসহযোগিতা এবং বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে৷

advertisement

আরও পড়ুন:'অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয়', মন্ত্রীদের সতর্ক করে বড় নির্দেশ মমতার

এই ঘটনা সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর কাছে ক্ষোভ প্রকাশের পর প্রশাসনিক বৈঠকে বিধাননগর পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারের কাছেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নবান্ন থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমও বাগুইআটি থানার আইসি-র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন৷ আইসি-কে ক্লোজ করা হয়েছে বলেও জানান তিনি৷ এর কিছুক্ষণের মধ্যেই সাসপেন্ড করা হয় অভিযুক্ত আইসি কল্লোল ঘোষকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Baguiati twin murder case: গাফিলতির অভিযোগেই কার্যত সিলমোহর, বাগুইআটি কাণ্ডে সাসপেন্ড আইসি কল্লোল ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল