TRENDING:

বাগরির আগুনে আর্শীবাদ, সামনে এল বিরাট প্রতারণা কান্ড

Last Updated:

বাগরির আগুনে কেঁচো খুঁড়তে কেউটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাগরির আগুনে কেঁচো খুঁড়তে কেউটে। ভুয়ো ঠিকানায় বাগরি এস্টেট চালাচ্ছিলেন শেয়ারহোল্ডাররা। খাতায় কলমে ছাড়া বাস্তবে সংস্থার অস্তিত্ব ছিল কিনা, তা নিয়েও সংশয়। এতদিন কোনও সংস্থারই নজর পড়েনি। নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।
advertisement

বাগরি এস্টেট প্রাইভেট লিমিটেড। বাগরি মার্কেটের মালিকানা যে সংস্থার হাতে, এবার সেই সংস্থাকে নিয়েও সংশয়। গত কয়েক দশক ধরে কী ভুয়ো ঠিকানা দেখিয়ে বাগরির নিয়ন্ত্রণ হাতে রেখেছিলেন এস্টেটের শেয়ারহোল্ডাররা?

কোম্পানি খাতায় নথিভুক্ত ঠিকানা ধরে খোঁজ চালায় নিউজ18 বাংলা। আর তাতেই কেঁচো খুঁড়তে কেউটে। সংস্থার নথিভুক্ত ঠিকানা ভুয়ো। শেয়ারহোল্ডারদের খোঁজ শুরু হতেই আরও চমক।

advertisement

৩৯, কালিকৃষ্ণ টেগোর স্ট্রিট, উত্তর কলকাতার এই বাড়িতেই বাস সিংহভাগ শেয়ারহোল্ডারের। কিন্তু কোথায় সুগান, কিষেন, গোপাল ও জামনি বাগরির মতো শেয়ারহোল্ডাররা?

২৮-২৯ বছর আগে এই বাড়ি ছাড়লেও স্টক এক্সচেঞ্জে জানাননি শেয়ারহোল্ডাররা। যা শাস্তিযোগ্য অপরাধ। একই ভাবে রাতারাতি উধাও অন্যতম শেয়ারহোল্ডার রাধা বাগরিও।

advertisement

আরও পড়ুন 

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্সের কারণে জরিমানা এড়ান এই উপায়ে

৮১, বালিগঞ্জ প্লেস, আগুন লাগার খবর পাওয়ার পরই বাড়ি ছেড়ে উধাও রাধা বাগড়ি। যেমন মালিক। তেমনই ম্যানেজার। বাড়ি হোক কিংবা আড্ডার ঠেক, এমজি রোডের ঠিকানায় খোঁজ মিলল না কৃষ্ণকুমার কোঠারিরও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কে এস্টেটের দায়িত্বে? কার কী ভূমিকা? খোঁজ রাখেনি পুরসভা, দমকলের মতো সংস্থা। অথচ বাগরি মার্কেটে ব্যবসা করা আটকায়নি। এর পিছনে কী আরও বড় চক্রান্ত?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগরির আগুনে আর্শীবাদ, সামনে এল বিরাট প্রতারণা কান্ড