ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্সের কারণে জরিমানা এড়ান এই উপায়ে

Last Updated:
পর্যাপ্ত ব্যালান্স না থাকার জন্য জরিমানার মাসুল থেকে গ্রাহকেরা বাঁচতে পারেন খুব সহজ উপায়ে ৷
1/7
অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকলেই পড়তে হবে জরিমানার খপ্পরে ৷ ২০১৭-১৮ অর্থবর্ষে শুধু গ্রাহকদের জরিমানা থেকেই ব্যাঙ্কগুলির আয় হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা ৷ ২১টি রাষ্ট্রায়ত্ত ও ৩টি প্রাইভেট ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকার জন্য জরিমানা বাবদ আয় করেছে এই বিপুল অঙ্ক ৷ পর্যাপ্ত ব্যালান্স না থাকার জন্য জরিমানার মাসুল থেকে গ্রাহকেরা বাঁচতে পারেন খুব সহজ উপায়ে ৷
অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকলেই পড়তে হবে জরিমানার খপ্পরে ৷ ২০১৭-১৮ অর্থবর্ষে শুধু গ্রাহকদের জরিমানা থেকেই ব্যাঙ্কগুলির আয় হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা ৷ ২১টি রাষ্ট্রায়ত্ত ও ৩টি প্রাইভেট ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকার জন্য জরিমানা বাবদ আয় করেছে এই বিপুল অঙ্ক ৷ পর্যাপ্ত ব্যালান্স না থাকার জন্য জরিমানার মাসুল থেকে গ্রাহকেরা বাঁচতে পারেন খুব সহজ উপায়ে ৷
advertisement
2/7
আসলে নগদ টাকা তুলে খরচ হোক বা কার্ড পেমেন্ট অনেক সময় অ্যাকাউন্টে কত টাকা ব্যালান্স আছে তা প্রতি মুহূর্তে গ্রাহকদের পক্ষে মনে রাখা সম্ভবপর নয় ৷ এই সব ক্ষেত্রেই ব্যালান্স নির্দারিত লিমিটের নীচে নেমে যায় তখনই গ্রাহকদের থেকে জরিমানা চার্জ করে ব্যাঙ্কগুলি ৷
আসলে নগদ টাকা তুলে খরচ হোক বা কার্ড পেমেন্ট অনেক সময় অ্যাকাউন্টে কত টাকা ব্যালান্স আছে তা প্রতি মুহূর্তে গ্রাহকদের পক্ষে মনে রাখা সম্ভবপর নয় ৷ এই সব ক্ষেত্রেই ব্যালান্স নির্দারিত লিমিটের নীচে নেমে যায় তখনই গ্রাহকদের থেকে জরিমানা চার্জ করে ব্যাঙ্কগুলি ৷
advertisement
3/7
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবর্ষে গ্রাহকদের জরিমানা থেকে আয় হওয়া ৫০০০ কোটি টাকার মধ্যে সবথেকে বেশি অবদান ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৷ এবার গ্রাহকদের এই অসুবিধার হাত থেকে বাঁচাতে নয়া উপায় আনল SBI ৷ এই উপায়ে যখন খুশি তখন আপনি বিনা খরচায় দেখে নিতে পারবেন নিজের অ্যাকাউন্ট ব্যালান্স ৷
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবর্ষে গ্রাহকদের জরিমানা থেকে আয় হওয়া ৫০০০ কোটি টাকার মধ্যে সবথেকে বেশি অবদান ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৷ এবার গ্রাহকদের এই অসুবিধার হাত থেকে বাঁচাতে নয়া উপায় আনল SBI ৷ এই উপায়ে যখন খুশি তখন আপনি বিনা খরচায় দেখে নিতে পারবেন নিজের অ্যাকাউন্ট ব্যালান্স ৷
advertisement
4/7
ব্যাঙ্কের ট্রান্সজাকশন অ্যালার্ট না আসলেও অ্যাকাউন্টে কত টাকা আছে তা অনলাইনেই নিজের বাড়িতে বসে দেখে নিতে পারবেন গ্রাহকেরা ৷ তার জন্য www.onlinesbi.co.in-ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ৷
ব্যাঙ্কের ট্রান্সজাকশন অ্যালার্ট না আসলেও অ্যাকাউন্টে কত টাকা আছে তা অনলাইনেই নিজের বাড়িতে বসে দেখে নিতে পারবেন গ্রাহকেরা ৷ তার জন্য www.onlinesbi.co.in-ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ৷
advertisement
5/7
লগ ইন করার পর SBI সাইটই বলে দেবে এই ব্যাঙ্কে আপনার কতগুলি অ্যাকাউন্ট আছে ৷ এরপর নির্দিষ্ট অ্যাকাউন্টের পাশে থাকা ‘ক্লিক হিয়ার ফর লাস্ট ১০ ট্রান্সজাকশন’ অপশনে ক্লিক করতে হবে ৷
লগ ইন করার পর SBI সাইটই বলে দেবে এই ব্যাঙ্কে আপনার কতগুলি অ্যাকাউন্ট আছে ৷ এরপর নির্দিষ্ট অ্যাকাউন্টের পাশে থাকা ‘ক্লিক হিয়ার ফর লাস্ট ১০ ট্রান্সজাকশন’ অপশনে ক্লিক করতে হবে ৷
advertisement
6/7
এই স্টেপটি অনুসরণ করলে ব্যাঙ্কের সাইটটি আপনার সামনে নতুন পেজ খুলে ধরবে ৷ যাতে আপনার পুরো অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যের সঙ্গে বর্তমানে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তাও উল্লেখ থাকবে ৷
এই স্টেপটি অনুসরণ করলে ব্যাঙ্কের সাইটটি আপনার সামনে নতুন পেজ খুলে ধরবে ৷ যাতে আপনার পুরো অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যের সঙ্গে বর্তমানে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তাও উল্লেখ থাকবে ৷
advertisement
7/7
এই পেজটি থেকেই ‘ক্লিক হিয়ার ফর ভিউ MAB’ অপশনে ক্লিক করলে বর্তমান মাস ও আগের মাসের অ্যাকাউন্টের গড় ব্যালান্স দেখিয়ে দেবে ওয়েবসাইট ৷ তবে উল্লেখ্য, এই পরিষেবা শুধু মাত্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্তই মিলবে ৷
এই পেজটি থেকেই ‘ক্লিক হিয়ার ফর ভিউ MAB’ অপশনে ক্লিক করলে বর্তমান মাস ও আগের মাসের অ্যাকাউন্টের গড় ব্যালান্স দেখিয়ে দেবে ওয়েবসাইট ৷ তবে উল্লেখ্য, এই পরিষেবা শুধু মাত্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্তই মিলবে ৷
advertisement
advertisement
advertisement