আরও পড়ুনঃ বাংলাদেশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল সেন্টমার্টিনের পর পর রিসর্ট, সব পুড়ে ছাই
জ্যাক বসানোর জন্য কী কী হয় দেখুন, (ছবি দেখিয়ে) ভয়ংকর ভাবে একটা দেওয়াল বানিয়ে তার উপর জ্যাক দেওয়া হয়েছে। সারা ভারতে এমন কাজ করে যাচ্ছে৷ এরা সাধারণত পুরসভা থেকে অনুমতি নেয় না। এই প্রসঙ্গে কলকাতার উদাহরণ টেনে তিনি বলেন, কলকাতায় বাড়ি বেঁকে আছে ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোডে। তা চেষ্টা করেও হয়নি৷ শক্ত জায়গায় যা দিল্লিতে করা সম্ভব, তা এখানে হয় না। তার মতে, প্রথমত বাড়ি বেঁকে গেলে তাকে থাকতে দাও। মোমিনপুরে এমন এক বিল্ডিং করা হয়েছিল সোজা। যেমন আছে তাকে থাকতে দাও। হিউম্যান কমফোর্ট থাকলে তাকে থাকতে দাও , না থাকলে ভেঙে ফেলে।
advertisement
জলাভূমির উপরে বাড়ি কি সমস্যার*যেহেতু এটা জলাভূমির উপরে ছিল, তাই বেঁকে গিয়েছিল। বাড়ি জ্যাক দিয়ে তুলতে গেলে এক মাস আগে টেস্টিং করা উচিত৷ লোড টেস্ট করা উচিত। পাশাপাশি যদি প্রত্যহ ডিসকমফোর্ট না অনুভব করেন তাহলে অসুবিধা নেই৷ দেহ বেঁকে থাকলে বিপদ কম। তীব্র ভূমিকম্প হলে সোজা বাড়ির যা অবস্থা হবে এটারও তাই হবে। এমপাউন্ডিং বা ধাক্কা লাগতে পারে এমন বাড়ি থাকা বিপদ। পুরসভার এটা দেখা উচিত।
আরও পড়ুনঃ শীতে পাতে চাই-ই-চাই খেজুর গুড়! কিন্তু ভুলেও এঁরা মুখে তুলবেন না এই খাবার! বিপদের আর শেষ থাকবে না
কলকাতার বহুতলের কি হবে? হাইরাইজের সংজ্ঞা আলাদা আলাদা৷ কলকাতায় ভালো ডিজাইন করতে হবে। পাইলিং ভালো থাকতে হবে। বড় বাড়ি দোলন সহ্য করতে পারে। ছোট বাড়ি দোলন সহ্য করতে পারে না। কোন মাটিতে কি কাজ করা উচিত সেটা বুঝতে হবে।