Bangladesh News: বাংলাদেশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল সেন্টমার্টিনের পর পর রিসর্ট, সব পুড়ে ছাই
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
Bangladesh News: গতকাল গভীর রাতে বাংলাদেশের সেন্ট মার্টিন এলাকায় একটি বিলাস বহুল রিসোর্ট আগুন। আগুনে ভস্মিভূত পুরো রিসোর্ট। ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী একটি রিসোর্টেও। সূত্রের খবর, আগুনে গলাচিপাই কিংশুক এবং বিচ ভ্যালিসহ বেশ কয়েকটি হোটেল-রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
সেন্ট মার্টিনঃ গতকাল গভীর রাতে বাংলাদেশের সেন্ট মার্টিন এলাকায় একটি বিলাস বহুল রিসোর্ট আগুন। আগুনে ভস্মিভূত পুরো রিসোর্ট। ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী একটি রিসোর্টেও। সূত্রের খবর, আগুনে গলাচিপাই কিংশুক এবং বিচ ভ্যালিসহ বেশ কয়েকটি হোটেল-রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ শীতে পাতে চাই-ই-চাই খেজুর গুড়! কিন্তু ভুলেও এঁরা মুখে তুলবেন না এই খাবার! বিপদের আর শেষ থাকবে না
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এই ঘটনায় কোনও পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি।
advertisement
advertisement
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনও যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। দ্বীপে কোনও ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি দ্বীপের বাসিন্দাদের। সব মিলিয়ে ৩০টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 9:57 AM IST