আরও পড়ুন : একমঞ্চে দিলীপ ঘোষ জুন মালিয়া! সরকারি অনুষ্ঠানে স্লোগান 'অস্বস্তি'...
উপ নির্বাচনের আগে ক্রমেই জমে উঠছে রাজনৈতিক উত্তাপ। রবিবার পার্ক সার্কাস এলাকায় প্রচারের ফাঁকেই ফুটবল খেললেন বাবুল সুপ্রিয়। সেখানেই শেষ নয়, দাঁড়ালেন আরও বড় চ্যালেঞ্জের মুখে। খেললেন জিমনাস্টিক আর তারই ফাঁকে গরম চায়ে গলা ভেজালেন এক প্রস্থ। সবমিলিয়ে বেশ হালকা মেজাজেই ছিলেন একসময়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে তৃণমূলের অন্যতম সৈনিক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সাদা ধবধবে গিলে করা পাঞ্জাবিতে গানও ধরতে শোনা গেল তাঁকে।
advertisement
উল্লেখ্য, রবিবার বালিগঞ্জ বিধানসভা (Bullygunge Assembly) উপনির্বাচনে তৃণমূল প্রার্থী (TMC Candidate) বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ভোট প্রচার করলেন। এলাকার ৬৪ নম্বর ওয়ার্ডে 'ডোর টু ডোর' জনসংযোগ করলেন বাবুল সুপ্রিয়। স্থানীয় মানুষ-জনের সঙ্গে কথাও বললেন, শুনলেন তাদের সুবিধা-অসুবিধা। তবে জনপ্রিয়তাকে কী করে ছুঁয়ে যেতে হয় সেই কারিগরি জানা আছে বাবুলের। একাধারে রাজনীতিক থেকে সংগীত শিল্পী তথা অভিনেতা এদিন পাশাপাশি বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলতে নেমে পড়েন মাঠে।
এদিকে রবিবারই রাজ্য়ে আসছেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবার সন্ধ্য়ে সাড়ে সাতটায় মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে নামবেন শত্রুঘ্ন সিনহা (Satrughna Sinha)। এরপরেই আসানসোলের গ্র্যান্ড হোটেলে উঠবেন। তারপর সোমবার নিজের মনোনয়ন জমা দেবেন এই তারকা প্রার্থী। তবে ভারতীয় ছবির এই লেজেন্ডকে দেখার জন্য উৎসাহের শেষ নেই আসানসোলবাসীর।