TRENDING:

Babul Supriyo Oath: ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল, আটকে গেল বাবুলের শপথগ্রহণ! ফের সংঘাত?

Last Updated:

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়৷ এবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কথা তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুধবার বিধায়ক পদে শপথ বাবুলের৷
বুধবার বিধায়ক পদে শপথ বাবুলের৷
advertisement

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়৷ এবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কথা তাঁর৷ নিয়ম মতো বাবুলের শপথ গ্রহণ সংক্রান্ত ফাইল রাজ্যপালকে পাঠিয়েছিল পরিষদীয় দফতর৷ কিন্তু, শপথ গ্রহণ সংক্রান্ত সেই ফাইলে অনুমোদন না দিয়ে একটি নোট দিয়ে গতকাল বিধানসভার পরিষদীয় দফতরকে তা ফেরত পাঠিয়েছে রাজ ভবন।

আরও পড়ুন: সনিয়ার প্রস্তাবে না প্রশান্ত কিশোরের, কংগ্রেসে যোগদান জল্পনায় ইতি

advertisement

সূত্রের খবর, সেই নোটে রাজ্যপাল নাকি বলেছেন, বিধানসভা সংক্রান্ত তাঁর তোলা বকেয়া প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত এই অনুমোদন দেওয়া যাবে না।

আরও পড়ুন: অনুব্রতর আধার, প্যান কার্ড তলব করল সিবিআই, নজরদারি বিমানবন্দরেও!

যদিও, এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা শপথের জন্য প্রথা মাফিক পরিষদীয় দপ্তরকে চিঠি পাঠাতে বলেছিলাম। তারপর এ বিষয়ে আর কিছু জানা নেই। তবে, রাজ্যপাল যে সব বিষয় জানতে চেয়েছিলেন, তার মধ্যে যেগুলি তাঁর জানার এক্তিয়ারের মধ্যে পড়ে তার সব কিছুই আমরা জানিয়েছি। কিন্তু, বিধানসভার কার্যবিবরণী সংক্রান্ত বিষয় যা তাঁকে জানানোর কথা নয়, তেমন কিছু আমরা জানাইনি। উনি যদি চান শপথ নিজেই করাতে পারেন। তাতে আমার কোন আপত্তি নেই।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, রাজ্যপাল নিজের আপত্তির কথা জানালেও তাতে আমল দিতে নারাজ পরিষদীয় দফতর৷ রাজ্যপােলর পাঠানো নোটকে উপেক্ষা করেই ফের নতুন করে শপথের দিনক্ষণ দিয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠানো হচ্ছে৷ পরিষদীয় দফতরের পরিকল্পনা ছিল, আজই বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ অনুষ্ঠান করিয়ে নেওয়া হবে৷ কিন্তু রাজ্যপালের আপত্তিতে তা পিছিয়ে গেল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo Oath: ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল, আটকে গেল বাবুলের শপথগ্রহণ! ফের সংঘাত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল