প্রশ্ন শোনার পর পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, “কলকাতায় আগের আমলে যেখানে বরাহ নন্দন ঘুরে বেড়াতো সেখানে এখন ট্যুরিস্ট স্পট হয়েছে। দিঘায় জগন্নাথ মন্দিরের রেপ্লিকা তৈরি হচ্ছে। দিঘা দিঘাই থাকবে। কেন গোয়া হবে? গোয়ায় ক্যাসিনো আছে। আমরা চাই না সেখানে জুয়া হোক। যেমন আমরা চাই অশোক দিন্দা ম্যাকগ্রা মতো বল করুক। কিন্তু তিনি ম্যাকগ্রা হয়ে যান, চাই না। আমরা চাই অশোক দিন্দা অশোক দিন্দাই থাকুন।”
advertisement
রাজ্যে পর্যটন আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে বলে দাবি পর্যটন মন্ত্রীর। তিনি জানান, কোভিড পরবর্তী সময়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রাজ্যের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশকিছু পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে জোর দেওয়া হচ্ছে হোম স্টে তৈরির উপরে।
আরও পড়ুন: ‘দেশের যে প্রান্ত থেকেই…’, মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! যা বললেন, বাংলাজুড়ে তোলপাড়
এখনও পর্যন্ত ২২৪৭টি হোম স্টে সরকারি ভাবে নথিভুক্ত রয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী। দার্জিলিংয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রামেও হোম স্টে তৈরি করা হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য গাইড প্রয়োজন, তার জন্য বহু যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান বাবুল। বেশ কিছু পথসাথী থাকলেও পিপিপি মডেলে আরও পথসাথী করার পরিকল্পনা সরকারের আছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
একই সঙ্গে এ দিন বাঁকুড়ায় শুশুনিয়া, ঝিলিমিলি, মুকুটমণিপুরের মতো জনপ্রিয় পর্যটন স্থলগুলিতে পর্যটকদের পার্কিং ফি সহ বিভিন্ন রকমের বিষয় নিয়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়রদের অতি সক্রিয়তা কার্যত পর্যটকদের হেনস্থার কারণ হচ্ছে বলে অভিযোগ করেন বাঁকুড়ার এক বিজেপি বিধায়ক। নির্দিষ্ট তথ্য দিয়ে জানালে পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়৷
পুজো আসছে। তখন অনেকেই বেড়াতে যাবেন। তাই এখন থেকে পর্যটন দফতর আরও ভাল করে কাজ করবে বলে আশা প্রকাশ করেন স্পিকার বিমান বন্দোপাধ্যয়৷