বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রতিশ্রুতি’ নিয়ে কটাক্ষ করেন অশোক দিন্দা। বলেন, ”মুখ্যমন্ত্রী বলেছিলেন দিঘা হবে গোয়া আর কলকাতা হবে লন্ডন। সেটা কি হয়েছে?” বিজেপি বিধায়ক অশোক দিন্দার এই প্রশ্নের পরই শোরগোল বাঁধে বিধানসভায়।
আরও পড়ুন: ভরা বিধানসভা, সকলকে চমকে দিয়ে এ কী করলেন বাবুল সুপ্রিয়! অনুরোধ খোদ স্পিকারের
advertisement
অশোক দিন্দাকে পাল্টা আক্রমণ শানাতে আসরে নামেন বাবুল সুপ্রিয়। পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র উত্তর, ”খেলোয়াড় মানুষ তুমি। আপনার বাউন্সার আসবে, তা ভাল। তবে বাম আমলে যা অবস্থা হয়েছিল, সেটা আমূল বদলে গেছে। নিউটাউন দেখে আসো। দিঘা যাতে দিঘা হয়, সেটাই হচ্ছে। আমরা চাই অশোক দিন্দা ম্যকগ্রার মতো বোলিং করবে। কিন্তু অশোক দিন্দা ম্যাকগ্রা হয়ে যাবে না। দিঘা হোক দিঘার মতো। গোয়ার মতো ক্যাসিনো চাই না।” জবাব বাবুলের।
আরও পড়ুন: সামনে শুভেন্দু, বুধের পর বৃহস্পতিতেও এককাট্টা বিজেপি! ‘ঝড়ের’ অপেক্ষায় বিধায়করা
প্রসঙ্গত, একদিকে যখন মণিপুর নিয়ে সংসদে সুর চড়াচ্ছে বিরোধীরা, ঠিক তখন রাজ্য বিধানসভায় বাংলার নারী নির্যাতন নিয়ে প্রবল বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। বুধবার তুমুল হট্টগোল, অধিবেশন কক্ষে হট্টগোল করেন তারা। দৃষ্টি আকর্ষণ প্রস্তাব আনে বিজেপি। পড়তে দেননি স্পিকার। তাতেই হট্টগোল শুরু। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে তারা। কেন আলোচনার সময় স্লোগান, এই আচরণ তা নিয়ে প্রশ্ন তোলেন স্পিকারও।
এরই মধ্যে বুধবার বিধানসভা অধিবেশনে গান গেয়ে মাতিয়ে দেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্পিকারের অনুরোধে গানও গান বাবুল। কতবার ভেবেছিনু… গান বাবুল। যা শুনে সকলে মুগ্ধতা প্রকাশ করেন। আর বৃহস্পতিবারই একেবারে ভিন্ন মেজাজে বাবুল সুপ্রিয়।