কলকাতা সহ রাজ্যের সব থানার সামনে আজ বেলা দুটো থেকে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক বার্তায় বলেন, গতকাল দিনহাটায় পুলিশের সামনেই আমাদের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির উপর হামলা চালানো হয় শাসকদলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে। অথচ এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতার না করে বেছে বেছে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের।
advertisement
আরও পড়ুন: হাতে নকল ইভিএম মেশিন, কী করছেন সুকান্ত মজুমদার?'ছোট' ভোটেই মহারণের ইঙ্গিত
শাসক দলের পক্ষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। তারই প্রতিবাদে আজ আমরা রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছি। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা নিয়ম মেনে মাইক ব্যবহার করব না'। যদি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে আগামিদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: সময় লাগল সাত ঘণ্টা, বিরল অস্ত্রোপচারে তরুণীকে নতুন জীবন দিলেন এনআরএস-এর চিকিৎসকরা
প্রসঙ্গত, গতকাল, শনিবার দুপুরের দিকে দিনহাটার বুড়ির হাটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখান তৃণমূলকর্মীরা। দেওয়া হয় স্লোগানও। এরপরেই তৃণমূলকর্মীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শুরু হয় সংঘর্ষ। অল্প সময়েই তা রণক্ষেত্রের চেহারা নেয়। গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে দিনহাটা। উত্তেজনা ছড়ায় রাতেও।