আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় আজ দুপুরে তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই৷ এ দিন বেলা ২.১৫ মিনিট নাগাদ শ্যামবাজার এলাকায় অতীন ঘোষের বাড়িতে হাজির হয় সিবিআই-এর একটি৷ সিবিআই-এর তিন জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে অতীন ঘোষের বাড়িতে যান৷ এলাকার বিধায়ক হিসেবে আরজি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ৷ সেই সূত্রেই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই৷
advertisement
সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে অতীন ঘোষ দাবি করেন, ‘সিবিআই বিএনসিসি-র ১৭৯ নম্বর ধারায় সাক্ষী হিসেবে আমার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছিল৷ ওরা কিছু প্রশ্ন নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি৷ ওরা লিপিবদ্ধ করে চলে গিয়েছে৷ ওরা ৫০০-৬০০ লোককে জিজ্ঞাসাবাদ করেছে৷ নাগরিক হিসেবে আমার তদন্তে সাহায্য করা কর্তব্য, আমি করেছি৷’
তৃণমূল বিধায়ক আরও দাবি করেন, ‘১৫ বছর আমি কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বে রয়েছি৷ আমাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না৷ রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে আরজি কর হাসপাতালে বৈঠকে যোগ দেওয়া ছাডা় আমার আর কোনও ভূমিকাও ছিল না৷ সিবিআই যে আমার বাড়িতে এসেছে, তা নিয়ে আমার কোনও খেদও নেই৷ অতীন ঘোষের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর কাছ থেকে কোনও নথিও তলব করেনি৷’