বর্তমানে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। লোকসভায় প্রার্থী কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দেওয়াল লিখন মাধ্যমে জোর কদমে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: চমকে গিয়েছিলেন সবাই, তিন রাজ্যেই হিট বিজেপি-র এই কৌশল
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখার সময় এ দিন হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ভিন রাজ্য আর এই রাজ্যের রাজনৈতিক ফারাক আছে। এখানে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তাই এখন থেকেই শুরু ভোটের প্রচার দেওয়াল লিখনের মাধ্যমে।
advertisement
চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতেই কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল৷ কংগ্রেসের ব্যর্থতাতেই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জয় পেয়েছে বিজেপি৷ সেই কারণেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রাখা উচিত বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷