আরও পড়ুনঃ হঠাৎ আবার কী হল! ২১ পাকিস্তানি নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দরে জাহাজ! তড়িঘড়ি যা করা হল…
২০২৪–এর ভোটের প্রেক্ষাপটে সংগঠনের প্রতিটি স্তরের নেতার পারফরম্যান্স নিয়ে তিনি যে বিশদ হোমওয়ার্ক করেছেন, ১৫ মার্চই অভিষেক বুঝিয়ে দিয়েছিলেন। চলতি মাসেই তৃণমূলে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদলের ইঙ্গিত মিলছে। গত পাঁচ–ছ’ মাসে বিভিন্ন কারণে এই রদবদল বার বার পিছিয়েছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে একাধিক বার বলেছেন, ঠিক সময়েই রদবদল হবে এবং তা হবে পারফরম্যান্সের মাপকাঠিতেই।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে বলে দিয়েছিলেন, এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়। এটা অন্য আইপ্যাক। আজকের বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, ভূতুড়ে ভোটের ধরার কাজ আইপ্যাক করবে। আইপ্যাক দলকে প্রশিক্ষণ দেবে। আইপ্যাকের নাম করে বিভিন্ন নেতার কাছে ফোন যাচ্ছে। আইপ্যাকের নাম করে কোনও আপত্তিকর বিষয় থাকলে একটি ফোন নম্বরে ফোন করে জানাতে হবে। সেই নম্বরও তিনি দিয়ে দিয়েছেন। আইপ্যাক যদি কোথাও যায় তাহলে সেই খবর জেলা সভাপতির কাছে আগাম থাকবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে রদবদল হতে চলেছে। এমনটাই একাধিকবার বৈঠকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এনিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। বদল হতে পারেন বেশ কয়েকজন জেলা সভাপতি। বদল হতে পারে ব্লক সভাপতিও। প্রায় চার হাজার কর্মীদের নিয়ে যে বৈঠক অভিষেক করেছিলেন সেখানে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন শীঘ্রই জেলা ও ব্লক স্তরে রদবদল হবে। সেই রদবদলে পারফরমেন্সই শেষ কথা। লোকসভা নির্বাচনের পর দলনেত্রীর কাছে যে রদবদলকে কেন্দ্র করে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে পারফরমেন্সের কথাই তিনি উল্লেখ করেছিলেন।