TRENDING:

TMC: ২০২৬-এর ভোটের আগেই কি ব‍্যাপক রদবদল তৃণমূলে? বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

TMC: জেলায় জেলায় সংগঠনে কোথায় ফাঁকফোকর রয়েছে, নির্দিষ্ট বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে—গত ১৫ মার্চ দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক সে নিয়ে ফের বিশদে জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ২০২৪–এ ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনের ফলাফল–সহ একাধিক মাপকাঠি সামনে রেখে সংগঠনের বিভিন্ন স্তরে রদবদল করা হবে। গত বছর সেপ্টেম্বরে অভিষেক জানান যে, সংগঠনে রদবদলের খসড়া প্রস্তাব তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের নেতা–কর্মীদের সভায় অভিষেক ফের জানান যে, রদবদল আসন্ন। জেলায় জেলায় সংগঠনে কোথায় ফাঁকফোকর রয়েছে, নির্দিষ্ট বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে—গত ১৫ মার্চ দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক সে নিয়ে ফের বিশদে জানান।
* তৃণমূলে রদবদল কি শীঘ্রই?
* তৃণমূলে রদবদল কি শীঘ্রই?
advertisement

আরও পড়ুনঃ হঠাৎ আবার কী হল! ২১ পাকিস্তানি নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দরে জাহাজ! তড়িঘড়ি যা করা হল…

২০২৪–এর ভোটের প্রেক্ষাপটে সংগঠনের প্রতিটি স্তরের নেতার পারফরম্যান্স নিয়ে তিনি যে বিশদ হোমওয়ার্ক করেছেন, ১৫ মার্চই অভিষেক বুঝিয়ে দিয়েছিলেন। চলতি মাসেই তৃণমূলে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদলের ইঙ্গিত মিলছে। গত পাঁচ–ছ’ মাসে বিভিন্ন কারণে এই রদবদল বার বার পিছিয়েছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে একাধিক বার বলেছেন, ঠিক সময়েই রদবদল হবে এবং তা হবে পারফরম্যান্সের মাপকাঠিতেই।

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে বলে দিয়েছিলেন, এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়। এটা অন্য আইপ্যাক। আজকের বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, ভূতুড়ে ভোটের ধরার কাজ আইপ্যাক করবে। আইপ্যাক দলকে প্রশিক্ষণ দেবে। আইপ্যাকের নাম করে বিভিন্ন নেতার কাছে ফোন যাচ্ছে। আইপ্যাকের নাম করে কোনও আপত্তিকর বিষয় থাকলে একটি ফোন নম্বরে ফোন করে জানাতে হবে। সেই নম্বরও তিনি দিয়ে দিয়েছেন। আইপ্যাক যদি কোথাও যায় তাহলে সেই খবর জেলা সভাপতির কাছে আগাম থাকবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে রদবদল হতে চলেছে। এমনটাই একাধিকবার বৈঠকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এনিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। বদল হতে পারেন বেশ কয়েকজন জেলা সভাপতি। বদল হতে পারে ব্লক সভাপতিও। প্রায় চার হাজার কর্মীদের নিয়ে যে বৈঠক অভিষেক করেছিলেন সেখানে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন শীঘ্রই জেলা ও ব্লক স্তরে রদবদল হবে। সেই রদবদলে পারফরমেন্সই শেষ কথা। লোকসভা নির্বাচনের পর দলনেত্রীর কাছে যে রদবদলকে কেন্দ্র করে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে পারফরমেন্সের কথাই তিনি উল্লেখ করেছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ২০২৬-এর ভোটের আগেই কি ব‍্যাপক রদবদল তৃণমূলে? বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল