TRENDING:

Ashish Vidyarthi | Shakuntala Barua: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে দীর্ঘ সংসার, এখন ফের দ্বিতীয় বিয়ে! কী লিখলেন আশিসের প্রাক্তন স্ত্রী

Last Updated:

এর আগে টলিউডের অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন আশিস বিদ্যার্থী৷ অতীতে জামাই ষষ্ঠীর দিন দক্ষিণের জামাইকে গুছিয়ে বাঙালি রান্নাও খাওয়াতে দেখা গিয়েছে শকুন্তলা বড়ুয়াকে৷ আশিস ও শকুন্তলা কন্যা রাজশীর একটি তেইশ বছরের পুত্রসন্তানও রয়েছে৷ তাঁর নাম আর্থ বিদ্যার্থী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জামাইষষ্ঠীর দিন সকলকে চমকে দিয়ে এই কলকাতাতেই দ্বিতীয় বিয়ে সেরেছেন কলকাতার জামাই আশিস বিদ্যার্থী৷ গুটি কয়েক আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতে ঘরোয়া অনুষ্ঠানে অসমের রুপালি বড়ুয়ার সঙ্গে আইনি পথে গাঁটছড়া বেঁধেছেন এই বলিউড অভিনেতা৷
advertisement

এর আগে টলিউডের অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন আশিস বিদ্যার্থী৷ অতীতে জামাই ষষ্ঠীর দিন দক্ষিণের জামাইকে গুছিয়ে বাঙালি রান্নাও খাওয়াতে দেখা গিয়েছে শকুন্তলা বড়ুয়াকে৷ আশিস ও শকুন্তলা কন্যা রাজশীর একটি তেইশ বছরের পুত্রসন্তানও রয়েছে৷ তাঁর নাম আর্থ বিদ্যার্থী৷

আরও পড়ুন: আসছে এক্কেবারে নতুন ৭৫ টাকার কয়েন! নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন স্মরণীয় করতে অভিনব সিদ্ধান্ত!

advertisement

গত বৃহস্পতিবার, জামাই ষষ্ঠীর দিন আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ের কথা সামনে আসার পরে অবশ্য এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি রাজশী৷ তবে গত ১৭ ঘণ্টায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি পোস্ট করেছেন৷ যা পড়ে অনেকেরই মনে হয়েছে, স্বামীর দ্বিতীয় বিয়েতে তিনি যথেষ্ট কষ্ট পেয়েছেন৷

advertisement

ইনস্টাগ্রাম পোস্টে রাজশী (পিলু বিদ্যার্থী) লিখেছেন, ‘যে সঠিক মানুষ, সে কোনওদিন তোমার মনে এই প্রশ্ন আনবে না যে, তার কাছে তোমার মূল্য ঠিক কতটা৷ এমন কোনও কাজ তারা করবে না, যা তোমাকে কষ্ট দেয়৷ সব সময় এই কথা মনে রাখবে৷’

আরও একটি পোস্টে রাজশী লিখেছেন, ‘সমস্ত দ্বিধা, অতি চিন্তা এখনই তোমার মন থেকে সরে যাক৷ সমস্ত ধন্দ কাটিয়ে সবকিছু স্পষ্ট হোক তোমার কাছে৷ তোমার জীবনজুড়ে শান্তি নেমে আসুক৷ বহুদিন ধরেই তুমি লড়াই করে চলেছ৷ এখন অন্তত তোমার জীবনে আশীর্বাদ নেমে আসুক৷ এটা তোমার প্রাপ্য৷’

advertisement

নিজের হাসিমুখের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রাজশী লিখেছেন, ‘জীবনের ধাঁধায় ধাঁধিয়ে যেও না৷’

গতকাল, ২৫ মে দ্বিতীয় বিয়ে সারার পরে সংবাদ মাধ্যমকে আশিস জানিয়েছিলেন, ‘‘জীবনের এই পর্যায়ে এসে রুপালির সঙ্গে বিয়ে করে অদ্ভুত অনুভূতি হচ্ছে৷ আমরা সকালে কোর্ট ম্যারেজ করেছি৷ তারপরে সন্ধেবেলা একটা ছোট গেট টুগেদার৷’’

ষাটোর্ধ্ব অভিনেতা জানান, কলকাতার ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রুপালির সঙ্গে তাঁর আলাপ বেশ কয়েকদিন আগেই হয়েছে৷ তারপরে তাঁরা দুজনেই সম্পর্কটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ দুজনেই চেয়েছিলেন ছোট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিবাহ পর্ব সারতে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রায় ১১টি ভাষায় ৩০০টিরও উপরে সিনেমা করেছেন আশিস বিদ্যার্থী৷ ১৯৮৬ সালে শুরু তাঁর অভিনয় জীবন৷ আর এখন অভিনয়ের পাশাপাশি, ফুড ব্লগিংও করছেন আশিস৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ashish Vidyarthi | Shakuntala Barua: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে দীর্ঘ সংসার, এখন ফের দ্বিতীয় বিয়ে! কী লিখলেন আশিসের প্রাক্তন স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল