বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। বামফ্রন্টের তরফে আসানসোলে প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। অন্যদিকে, বালিগঞ্জে বামফ্রন্টের প্রার্থী ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন রয়েছে৷ বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোলে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বিধায়কশূন্য অবস্থায় রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র৷ তাই সেখানেও উপনির্বাচন হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
আসানসোল দক্ষিণের বিধায়ক হিসেবে কাজ করছেন অগ্নিমিত্রা পল। মহিলা মোর্চা নেত্রীর পর বিধায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভালো বলেই খবর বিজেপি সূত্রে। এছাড়া আসানসোল তাঁর পরিচিত এলাকা, অনেকদিন ধরে কাজ করছেন। ফলে বিধানসভার পর এবার লোকসভার জন্যেও এখানে অগ্নিমিত্রার উপরই আস্থা রাখল বিজেপি। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় কি অগ্নিমিত্রা পারবেন গেরুয়া শিবিরের জয়ের ধারা অব্যাহত রাখতে? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা রাখলেই গুণতে হবে ১০ টাকা ভাড়া! কেন জানেন?
দুই কেন্দ্রের জন্যই তিনটি করে নাম পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বিজেপির কাছে। তার মধ্যে থেকেই এই দু'টি নাম বেছে নিয়েছে দিল্লি। এমন দু'জনকে প্রার্থী করা হয়েছে যাঁরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। রাজ্যে যথেষ্ট পরিচিত মুখও তাঁরা। কেয়া ঘোষ প্রাক্তন সাংবাদিক। তিনি মহিলা মোর্চার অত্যন্ত সক্রিয় নেত্রী, দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন। এখন দেখার শেষ হাসি কে হাসেন।