TRENDING:

Asansol Ballygunge By Election: আসানসোলে সেই অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির

Last Updated:

আসন্ন উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি (Asansol Ballygunge By Election)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি (Asansol Ballygunge By Election)। আসানসোল লোকসভা কেন্দ্রে এবার সাংসদ পদের জন্য লড়াইয়ে নামছেন বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী নবাগতা কেয়া ঘোষ (Keya Ghosh) (Asansol Ballygunge By Election)। তিনি বিজেপি মিডিয়া প্যানেলিস্ট। বালিগঞ্জের মতো অভিজাত এলাকায় তাঁর কাঁধে ভর করেই লড়াইয়ে নামছে বঙ্গের গেরুয়া ব্রিগেড। (Asansol Ballygunge By Election)
Asansol Ballygunge By Election
Asansol Ballygunge By Election
advertisement

বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। বামফ্রন্টের তরফে আসানসোলে প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। অন্যদিকে, বালিগঞ্জে বামফ্রন্টের প্রার্থী ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন রয়েছে৷ বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোলে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বিধায়কশূন্য অবস্থায় রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র৷ তাই সেখানেও উপনির্বাচন হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!

আসানসোল দক্ষিণের বিধায়ক হিসেবে কাজ করছেন অগ্নিমিত্রা পল। মহিলা মোর্চা নেত্রীর পর বিধায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভালো বলেই খবর বিজেপি সূত্রে। এছাড়া আসানসোল তাঁর পরিচিত এলাকা, অনেকদিন ধরে কাজ করছেন। ফলে বিধানসভার পর এবার লোকসভার জন্যেও এখানে অগ্নিমিত্রার উপরই আস্থা রাখল বিজেপি। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় কি অগ্নিমিত্রা পারবেন গেরুয়া শিবিরের জয়ের ধারা অব্যাহত রাখতে? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে।

advertisement

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা রাখলেই গুণতে হবে ১০ টাকা ভাড়া! কেন জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

দুই কেন্দ্রের জন্যই তিনটি করে নাম পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বিজেপির কাছে। তার মধ্যে থেকেই এই দু'টি নাম বেছে নিয়েছে দিল্লি। এমন দু'জনকে প্রার্থী করা হয়েছে যাঁরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। রাজ্যে যথেষ্ট পরিচিত মুখও তাঁরা। কেয়া ঘোষ প্রাক্তন সাংবাদিক। তিনি মহিলা মোর্চার অত্যন্ত সক্রিয় নেত্রী, দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন। এখন দেখার শেষ হাসি কে হাসেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Asansol Ballygunge By Election: আসানসোলে সেই অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল