আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট। সেই নির্বাচনের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করার আর্জি জানান বিজেপির আইনজীবী। আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগও তুলেছে তাঁরা।
বিজেপির দাবি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হোক। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ভোটে আদালতের নির্দেশ মানা হয়নি, সেই কারণে কমিশনের বিরুদ্ধেও পদক্ষেপের আবেদন করেছে গেরুয়া শিবির।
advertisement
৪ পুরভোটে অশান্তি, হিংসার অভিযোগও তুলেছে তাঁরা।
আরও পড়ুন: অপেক্ষা করছে কড়া শাস্তি, ফিরহাদের হুঁশিয়ারিতে তৃণমূলের অন্দরে বিরাট ঝড়
বজবজ, তারকেশ্বর, দিনহাটা সহ একাধিক পুরসভায় মনোনয়ন দাখিল করতে না দেওয়ারও অভিযোগ তুলেছে বিজেপি। আর একাধিক জনস্বার্থ মামলার অভিযোগের ভিত্তিতে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করেছে হাইকোর্ট। ২১ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা চেয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: হুড়হুড় করে ঢুকল গাড়িটি, আরোহীর শরীরে 'চিপ', অজিত ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড
এদিকে, বিধাননগর ৩২ নং ওয়ার্ড সিপিআইএম প্রার্থীকে নিরাপত্তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ৪ পুরনিগমের ভোটের সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ এবং যাবতীয় ভোট নথি সংরক্ষণের নির্দেশ। রাজ্যে চার পুরনিগমের নির্বাচনে আদালতে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটদানের প্রসঙ্গও এদিন আদালতে উত্থাপন করেছে বিজেপি। একই সঙ্গে বিজেপির দাবি, সন্ত্রাস রুখতে রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিজেপির আইনজীবীর সওয়াল শুনে বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির ইভিএম সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।