TRENDING:

Arup Biswas: আন্তর্জাতিক নারী দিবসে বড় প্রয়াস! অরূপ বিশ্বাসের হাতে দুটি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন

Last Updated:

Arup Biswas: এই দু'টি বিদ্যুৎ সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত 'manpower' অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই রয়েছে মহিলা কর্মীদের উপর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সারা ভারতে মহিলাদের ক্ষমতায়নের যে লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়কে মাথায় রেখেই আন্তর্জাতিক নারী দিবসে ভারতে সর্বপ্রথম ১০০ শতাংশ মহিলাদের দ্বারা পরিচালিত দু’টি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব শান্তনু বসু ও বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার শীর্ষ আধিকারিকেরা।
advertisement

এদিন যে দুটি সাব স্টেশনের উদ্বোধন হল তার একটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার(WBSETCL) সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশন এবং অপরটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার(WBSEDCL) এলিটা গার্ডেন ভিস্তা (রাজারহাট, নিউটাউনে অবস্থিত) ৩৩ কেভি সাব-স্টেশন।

সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশনের বিদ্যুৎ সংবহনের ক্ষমতা ২*৫০ এমভিএ। এই সাব-স্টেশনটি দিয়ে সল্টলেকের সেক্টর ১, সেক্টর ২, সেক্টর ৩, সল্টলেক স্টেডিয়াম-সহ মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট লাইনে আরও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হবে। একইসঙ্গে সল্টলেক স্টেডিয়াম ১৩২ কেভি জিআই সাব-স্টেশনটিও রিমোট অটোমেশনের মাধ্যমে এই সাব-স্টেশন থেকেই পরিচালনা করা হবে।

advertisement

আরও পড়ুনঃ  IPL 2024: আইপিএলে কোন অধিনায়কের মাইনে সবথেকে বেশি? জানলে চমকে যাবেন

এলিটা গার্ডেন ভিস্তা সাব-স্টেশনটির ক্যাপাসিটি ১২ এমভিএ। এটি প্রায় ২০০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করবে। এই সাব-স্টেশনটি চালু হওয়ার ফলে রাজারহাট নিউটাউনের বিস্তীর্ণ এলাকায় আরো সুষ্ঠুভাবে বিদ্যুৎ বন্টন করা যাবে এবং ভবিষ্যতে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা অতি সহজেই মেটানো সম্ভব হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই দু’টি বিদ্যুৎ সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত ‘manpower’ অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই রয়েছে মহিলা কর্মীদের উপর। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত আমাদের রাজ্যই মহিলাদের ক্ষমতায়নে এই অভূতপূর্ব নিদর্শন রাখল। এই ধরনের ব্যবস্থা গ্রহণ সামাজিক ক্ষেত্রেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arup Biswas: আন্তর্জাতিক নারী দিবসে বড় প্রয়াস! অরূপ বিশ্বাসের হাতে দুটি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল