TRENDING:

কামড় কাণ্ড নিয়ে এ বার তলব পুলিশকর্মীকে, এ বার তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মহিলা পুলিশকে জিজ্ঞাসাবাদের পর অরুনিমা পালকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বুধবার বা বৃহস্পতিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চাকরিপ্রার্থীকে পুলিসের কামড়ানো ঘটনায় মঙ্গলবার মহিলা পুলিশকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ডিসি সাউথ টু-এর অফিসে তাঁর বয়ান রেকর্ড করা হবে। বিভাগীয় তদন্ত চলছে সেই কারণে ইভা থাপাকে ডাকা হয়েছে।
advertisement

পুলিশ সূত্রে খবর, মহিলা পুলিশকে জিজ্ঞাসাবাদের পর অরুনিমা পালকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বুধবার বা বৃহস্পতিবার। তবে অরুনিমা যেহেতু শেক্সপিয়র থানায় রোজ হাজিরা দিচ্ছেন, ফলে সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। ডিসি সাউথ টু-এর অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় দু’তরফে বয়ান গুরুত্বপূর্ণ। পুলিশ সূত্রে খবর,  চাকরিপ্রার্থী অরুনিমা পালের অভিযোগ যে মহিলা পুলিশ কর্মী তাঁর হাতে কামড়ে দিয়েছেন। পাল্টা মহিলা পুলিশের অভিযোগ, অরুনিমা পাল ওই মহিলা পুলিশ কর্মীকে কামড়ানো চেষ্টা করে। সেকারণে ঠিক কি ঘটনা ঘটেছিলো তা জানতে দু’তরফে বয়ান রেকর্ড করা হবে।

advertisement

আরও পড়ুন : জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ

আরও পড়ুন :  নিথর দেহ পুঁতে সেই জমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বসবাস ৪ বছর, যুবকের হত্যাকাণ্ডে ধৃত স্ত্রী ও তাঁর প্রেমিক

সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে। দিন কয়েক আগে ২০১৪ টেট পাস ট্রেন্ড নন ইনক্লুডেড চাকরি প্রাথীরা নিয়োগের দাবিতে এক্সসাইড মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এমন কী ক্যামাক স্ট্রিটে চাকরি প্রার্থীরা পৌঁছে যায় অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসের সামনে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় চাকরি প্রার্থীদের। সেসময় অরুনিমা পাল নামে এক চাকরি প্রার্থীর হাতে তিনি কামড়ে দেন বলে অভিযোগ এক মহিলা পুলিশ কর্মীর।

advertisement

এর পর অরুনিমাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।  সেই ঘটনায় পুলিশের এ রকম ভয়ানক কাণ্ড দেখে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এ বার সেই মহিলা পুলিশকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে পুলিশ। পাশাপাশি অরুনিমা পালকেও বুধবার বা বৃহস্পতিবার বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর।সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
কামড় কাণ্ড নিয়ে এ বার তলব পুলিশকর্মীকে, এ বার তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল