ইডির জেরার মুখে খুব সুকৌশলে নাম এড়িয়ে যাচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। আজ দিনভর দফায় দফায় জেরায় টাকার উৎস কোথায়? তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। বিভিন্ন জেলা থেকে টাকা আসত এমন ইঙ্গিত দিলেও সুকৌশলে নাম এড়িয়ে গেছেন অর্পিতা মুখোপাধ্যায় দাবি ইডি-র। তবে এই আর্থিক লেনদেন নিয়ে সব তথ্যই যে জানতেন অর্পিতা। জেরাই উঠে এসেছে, একাধিকবার টাকা প্রেরক নিজেই অর্পিতার কাছে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে।
advertisement
আরও পড়ুন: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! কী হবে এই টাকার? কারা পাবে এই টাকার ভাগ? জানুন
তদন্তকারীরা মনে করছেন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছেই রয়েছে সুপারিশকারী বা চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থকারীদের নামের তালিকা। যে নামগুলি, জেরার তৃতীয় দিনে এড়িয়ে গেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে ওই নামের তালিকা, এবং টাকার আসল উৎস জানতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা! কিন্তু অর্পিতাও পাকা খিলাড়ি, কিছুতেই নাম বলতে চাইছেন না তিনি!
আরও পড়ুন: পাড়ায় অর্পিতার মামা হিসেবেই পরিচিত পার্থ চট্টোপাধ্যায় ! মুখোপাধ্যায় বাড়ির অজানা খবর ফাঁস!
প্রসঙ্গত, বুধবার বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা ২৭ কোটি ৯০ লক্ষ টাকা-সহ সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেন। বুধবার দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি। উদ্ধার করা টাকা গুনতে গুনতে পার ১৯ ঘণ্টা। বুধবার দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলে তল্লাশি অভিযান। এরপর ফের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রথতলারই অভিজাত আবাসন ক্লাবটাউনে অর্পিতা মুখোপাধ্যায়ের অপর একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন। একের পর এক তথ্য সামনে আসছে।
অমিত সরকার