সূত্রের খবর, ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে, রাতে তিনি থাকবেন মহিলা লক-আপে!
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে...অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখালেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা! শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
advertisement
আরও পড়ুন: অসুস্থ পার্থ, শারীরিক পরীক্ষার নির্দেশ আদালতের! এসএসকেএম নিয়ে আপত্তি ইডি-র
আরও পড়ুন: পার্থর গ্রেফতারির পর দলের অবস্থান কী, কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে অভিষেক
শনিবার বিকেলে সেই টাকার অঙ্ক ছাপাল ২১ কোটি! সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাঠাল আরবিআই! সেই ট্রাক ভর্তি সারি সারি ট্রাঙ্ক! সে ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে কোটি কোটি টাকা। প্রত্যক্ষদর্শিরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, এ যেন সিনেমা...!