TRENDING:

Arjun Singh summoned to Delhi: মমতাকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়ল অর্জুনের! বাড়িতে নৈশভোজে ডাকলেন পীযূষ গয়াল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেন্দ্রীয় সরকারের পাট নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তার পরই নড়েচড়ে বসল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ সূত্রের খবর, আজই দিল্লিতে অর্জুন সিংকে তলব করা হয়েছে৷ ব্যারাকপুরের সাংসদকে ফোন করেছিলেন খোদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল৷ বিজেপি শীর্ষ নেতৃত্বও অর্জুনের অবস্থান জানতে চাইতে পারে বলে খবর৷ আজ বিকেলের বিমানেই দিল্লি যাচ্ছেন অর্জুন৷
দিল্লিতে তলব অর্জুন সিংকে৷
দিল্লিতে তলব অর্জুন সিংকে৷
advertisement

গত বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় সরকারের পাট নীতি নিয়ে সরব হয়েছিলেন অর্জুন সিং৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের কড়া সমালোচনাও শোনা গিয়েছিল তাঁর গলায়৷ এমন কি, এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামতেও তৈরি বলে দাবি করেছিলেন অর্জুন৷ দলীয় সাংসদের এই অবস্থানে স্বভাবতই অস্বস্তিতে পড়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুতে চিঠি দেন অর্জুন৷ একই সঙ্গে ওড়িশা, অসম এবং বিহােরর মুখ্যমন্ত্রীকেও চিঠি দেন তিনি৷ কারণ এই সমস্ত রাজ্যেই পাট চাষ এবং পাট শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে৷

advertisement

এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, অর্জুন সিং-ই অভিযোগ করেছিলেন পাট শিল্পের সমস্যা নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে দেখা করছেন না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল৷ সেই কেন্দ্রীয় মন্ত্রীই এ দিন ফোন করে অর্জুনকে নিজের বাড়িতে নৈশভোজে ডেকে সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন বলে খবর৷

আরও পড়ুন: সটান কড়া প্রশ্ন করে বসল কলেজ ছাত্রী, ঘোর অস্বস্তিতে বিপ্লব দেব!

advertisement

অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে সিঁদুরে মেঘ দেখে বিজেপি নেতৃত্ব৷ সূ্ত্রের খবর, এ দিন সকালেই পীযূষ গয়াল নিজেই অর্জুন সিং-কে ফোন করেন৷ রাত দশটায় অর্জুনের সঙ্গে দেখা করতে চান তিনি৷ রাত দশটায় অর্জুন দেখা করতে পারবেন কি না, জানতে চান বস্ত্রমন্ত্রী৷ অর্জুন সম্মতি দিতেই তাঁকে দিল্লিতে যেতে বলেন পীযূষ গয়াল৷

advertisement

আরও পড়ুন: আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতিদের জানালেন নরেন্দ্র মোদি

অর্জুন সিং-এর অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে৷ এর ফলে আর্থিক লোকসান হচ্ছে পাট চাষিদের৷ এ রকম চললে জুট মিলগুলিও কাঁচা পাট পাবে না বলে অভিযোগ করেন ব্যারাকপুরের সাংসদ৷ তাঁর সাংসদ এলাকায় যেহেতু প্রচুর জুট মিল রয়েছে, তাই বিষয়টি নিয়ে আরও সরব হন বিজেপি সাংসদ৷

advertisement

অর্জুনকে দিল্লিতে ডেকে তাঁর মানভঞ্জনের পাশাপাশি ব্যারাকপুরের সাংসদের রাজনৈতিক অবস্থানো বিজেপি শীর্ষ নেতৃত্ব বুঝে নিতে চাইছেন বলেই মত রাজনৈতিক মহলের৷

Arup Dutta

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

Sourajyoti Banerjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh summoned to Delhi: মমতাকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়ল অর্জুনের! বাড়িতে নৈশভোজে ডাকলেন পীযূষ গয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল