অর্জুন সিং রবিবার সাংবাদিকদের বলেন এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাঁর কথায়, "ঢাল নেই তরোয়াল নেই। নিধিরাম সর্দার। এরা সোশাল সাইটে রাজনীতি করে। সঠিক ব্যক্তিরা দায়িত্ব না পেলে লাভ নেই। এরাজ্যে ক্ষমতায় আসতে পারবে না BJP।"
advertisement
বারাকপুরের বিজেপি (BJP) সাংসদের দাবি, রাজ্যে দলের দায়িত্বে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের কোনও সাংগঠনিক ক্ষমতা নেই। তাঁরা অনেকেই কাজের নন। বরং সেই সমস্ত ব্যক্তিরা দলের ভিতরে থেকে ক্ষতি করছেন। দলের কর্মঠ কর্মীদের কাজে লাগানো হচ্ছে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না।
নিজেরই দলের নেতৃত্বের সমালোচনায় সোচ্চার অর্জুন সিং আরও বলেন, "এখানে নিজের গ্রুপ বানানোর চেষ্টা হচ্ছে। দল বড় হলে গোষ্ঠাদ্বন্দ্ব থাকে। অন্যদলে সব সময় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু ভোটের সময় এক হয়ে যায়। আমাদের এখানে সব সময় দেখায় এক, ভোটের সময় আলাদা হয়ে যায়।"
কার্যত, সম্প্রতি শাসকদলের সুরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছেন অর্জুন। বাংলার সঙ্গে অন্য রাজ্যের রাজনীতিক ফারাক রয়েছে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে আরও একবার এদিন মনে করিয়ে দেন বারাকপুরেরা সাংসদ। একইসঙ্গে তাঁর দাবি, “সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড়ো নেতা হতে চায় বঙ্গ বিজেপির অনেকে। কিন্তু হোয়াটস অ্যাপ আর ফেসবুকে রাজনীতি করে এখানে সংগঠন করা যাবে না। বাংলায় রাজনীতি করতে হলে তৃণমূলস্তরে নেমে রাজনীতি করতে হবে।”