আরও পড়ুন TMC criticizes Amit Shah: ক্ষমা চান অমিত শাহ, অর্জুন চৌরাসিয়া ইস্যুতে এবার সুর চড়ালো তৃণমূল কংগ্রেস
কিন্তু প্রশ্ন উঠছে কী কারণে মৃত্যু? পারিবারিক অশান্তি নাকি দলের চাপ নাকি অন্য কোনও কারণ? মৃতের পরিবারের দাবি, ভাইদের মধ্যে সুসম্পর্ক ছিল। কোনও সমস্যা ছিল না। তবে অর্জুনর মেজদাদার সঙ্গে একমত নন অর্জুনর মা ও বড়দাদা৷ মঙ্গলবার তাঁরা হাইকোর্টে যান। তাদের দাবি, অর্জুনের মৃত্যুতে সিবিআই তদন্ত হোক। যদিও পরিবারের তরফ থেকে জানানো হয়, তদন্তে সিট-কে সহযোগিতা করা হবে৷
advertisement
মঙ্গলবার হাইকোর্টে অর্জুন চৌরাশিয়ার ময়না তদন্ত রিপোর্ট জমা পড়ে। ইতিমধ্যে চিৎপুর থানা অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের তরফে গঠিত হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। ঘটনাস্থল ঘুরে দেখেন কর্তারা। মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন সিটের আধিকারিকরা। প্রসঙ্গত গত ৬ মে কাশিপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিত্যক্ত রেলের আবাসন থেকে। মৃতের পরিবারের দাবি, অর্জুনকে হত্যা করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাঁধা পায়, স্থানীয়দের সঙ্গে ঝামেলা হয়। শেষমেষ অর্জুনের দেহ উদ্ধার করে চিৎপুর থানার পুলিশ। শুরু হয় রাজনীতিতে তোলপাড়। বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা আসেন ঘটনাস্থলে। পরিবার দাবি করেন সিবিআই তদন্ত। দ্বারস্থ হন হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশে এরপর কমান্ডো হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়। সেই রিপোর্ট মঙ্গলবার হাইকোর্টে জমা পরে।