আরও পড়ুন TMC criticizes Amit Shah: ক্ষমা চান অমিত শাহ, অর্জুন চৌরাসিয়া ইস্যুতে এবার সুর চড়ালো তৃণমূল কংগ্রেস
একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে দেহ নিয়ে রাজনীতি করার ব্যাপারে সরব হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে এখনও খুনের তত্ত্বেই অনড়। বঙ্গ বিজেপি নেতৃত্বের কথায়, ময়নাতদন্তের রিপোর্টে তো কোথাও বলেনি যে, খুন করা হয়নি। বলা হয়েছে গলায় ফাঁস লেগে মৃত্যু। আমাদের প্রশ্ন অর্জুনের গলায় কে ফাঁস লাগালো? বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আগেই বলেছিলেন, Bjp কর্মীরা এতো দুর্বল নন যে তাঁরা আত্মহত্যা করবেন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা বললেন, 'যুবনেতা অর্জুনকে হত্যাই করা হয়েছে। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে তা প্রাথমিক। অস্বাভাবিক মৃত্যুর আসল কারণ কী তা সঠিক সময়েই জানা যাবে। রাজ্যের পুলিশের তদন্তে আমাদের আস্থা নেই। আমরা চাই সিবিআই তদন্ত'।
advertisement
শুভেন্দু অধিকারীদের মত খুনের তত্ত্বেই অনড় অর্জুনের পরিবারও। বিজেপির তরফে মঙ্গলবার শহীদ পরিবারদের নিয়ে রানী রাসমণি রোডে ধর্না অবস্থানেও অর্জুনের মা সাফ জানান,' ছেলেকে হত্যাই করা হয়েছে। সিবিআই তদন্ত চাই'। অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, মিথ্যা কথা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। তাই তাঁকে ক্ষমা চাইতে হবে'। তবে বিজেপি তৃণমূলের এই অভিযোগকে খুব একটা আমল না দিয়ে অর্জুুনের মৃত্যু রহস্য ভেদ করতে পারে একমাত্র সিবিআই ই বলে পাল্টা বক্তব্যে সরব। বিজেপির প্রশ্ন , অর্জুনের গলায় ফাঁস কী করে লাগল? আর কেইবা লাগালো? আমরা জানতে চাই। তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য, 'ওদের সাথে তো জনগণ নেই। তাই ওরা দেহ নিয়েই রাজনীতি করুক।