TRENDING:

Arijit Singh Kolkata Concert|| অ্যাকোয়াটিকায় অরিজিৎ-র কনসার্টের টিকিট কেটেছেন? শুধুমাত্র এ ভাবেই পৌঁছতে পারবেন, নচেৎ নয়

Last Updated:

Arijit Singh Kolkata Concert: অরিজিৎ খোলা মঞ্চে গান করবেন। মাঠে ১০-১২ হাজার দর্শক উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। তাই যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য গোটা অনুষ্ঠানস্থলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ৬ জন ডিসি ও ১১ জন এসি পদমর্যাদার অফিসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘ বাধা পেরিয়ে অবশেষে কলকাতায় এ বছর হচ্ছে বলিউড গায়ক অরিজিৎ সিং-র কনসার্ট। নিউটাউন লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানার অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে অনুষ্ঠিত হবে এই মেগা শো। যা নিয়ে ইতিমধ্যেই শ্রোতা ও অরিজিৎ ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার কারণে ইকোপার্ক থেকে সরিয়ে এই শো অ্যাকোয়াটিকাতে করা হচ্ছে।
অরিজিৎ সিং। ফাইল ছবি।
অরিজিৎ সিং। ফাইল ছবি।
advertisement

নির্বিঘ্নে সুষ্ঠুভাবে গোটা অনুষ্ঠান সম্পন্ন করাই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ তার অন্যতম কারণ গাড়ি পার্কিং। কারণ অ্যাকোয়াটিকাতে ২০০০-২৫০০ গাড়ি পার্ক করার মত জায়গা নেই বলেই জানাচ্ছেন পুলিশ অধিকারিকরা।

আরও পড়ুনঃ আগরপাড়ায় এলেন কার্তিক আরিয়ান, কাকে বললেন খুব ভালবাসি? তোলপাড়  

এ ছাড়া অ্যাকোয়াটিকাতে আসার জন্য সল্টলেক ও নিউটাউন থেকে যে দুটি রাস্তা ওয়াটার পার্ক পর্যন্ত এসেছে সেগুলিও যথেষ্ট সংকীর্ন। তাই অনুষ্ঠানস্থল থেকে এক-দেড় কিলোমিটার দূরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই পার্কিং লট থেকে টোটো চেপে দর্শকরা আসবেন অনুষ্ঠান স্থলে। এ জন্য ৬০ টোটোরও ব্যবস্থা করা হয়েছে পুলিশ ও উদ্যোক্তাদের তরফে।

advertisement

View More

অরিজিৎ খোলা মঞ্চে গান করবেন। মাঠে ১০-১২ হাজার দর্শক উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। তাই যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য গোটা অনুষ্ঠানস্থলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ৬ জন ডিসি ও ১১ জন এসি পদমর্যাদার অফিসার। কলকাতা পুলিশের পাশাপাশি বিধাননগর কমিশনারেটের নিউটাউন ও ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ রাস্তায় নিরাপত্তা-সহ পার্কিং ও ট্রাফিকের বিষয়টি দেখবেন।

advertisement

আরও পড়ুনঃ 'আপ রুচি খানা', আলুর মুচমুচে স্প্রিং স্টিক এখন হট কেক বসিরহাটে! জিভে জল আনা পুরো

অ্যাকোয়াটিকায় ৪৫০ পুলিশ আধিকারিকদের পাশাপাশি থাকবে ৩০০ বাউন্সার। কেবল মাত্র গাড়ি পার্কিংয়ের দেখভাল করার জন্য ২৫০ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। জানা গিয়েছে, অ্যাকোয়াটিকা থেকে ১ কিলোমিটারের বেশি দূরে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতাল, আইডিয়াল ভিলা, সল্টলেকের লোহাপুল ও থাকদাড়িতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

সল্টলেক লোহাপুল ও নিউ টাউনের ১৮ তলা বিল্ডিং-র কাছে ৩০ টি করে টোটো রাখা থাকবে। যে টোটোগুলি দর্শকদের বিনামূল্যে অনুষ্ঠান স্থলে নিয়ে আসবে। দর্শকদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য অসংখ্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুলিশের তরফে। যা কন্ট্রোল রুমের পাশাপাশি লালবাজার থেকে দেখা যাবে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের কাজ।

১২০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট চওড়া মঞ্চ বাধার কাজ শেষ, দর্শকদের জন্য চেয়ার, সোফাও পাতা হয়ে গিয়েছে। মুম্বই থেকে টেকনিশিয়ানরা এসেছেন আলো ও সাউন্ডের কাজের জন্য। তবে এখনও যারা টিকিট কাটেনি তাদের জন্য কিন্তু এন্ট্রি অনেক আগেই আটকে দেওয়া হবে পুলিশের তরফে, ফলে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়েও অরিজিতের গান শোনার সুযোগ থাকছে অরিজিৎ ভক্তদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arijit Singh Kolkata Concert|| অ্যাকোয়াটিকায় অরিজিৎ-র কনসার্টের টিকিট কেটেছেন? শুধুমাত্র এ ভাবেই পৌঁছতে পারবেন, নচেৎ নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল