TRENDING:

Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগ! আটক অভিযুক্ত বাইকচালক

Last Updated:

Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে অভিযুক্ত হয়েছেন, অ্যাপ বাইক চালক। ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আটক অ্যাপ বাইক চালক
আটক অ্যাপ বাইক চালক
advertisement

সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে অভিযুক্ত হয়েছেন, অ্যাপ বাইক চালক। ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত বাইকচালককে।

আরও পড়ুন: এশিয়া কাপে ঝড় বৈভবের! ৯৫ বলে ১৭১ রান করে নজির সূর্যবংশীর, কাদের বিরুদ্ধে রেকর্ড গড়লেন?

advertisement

ওই সিআইডি আধিকারিকের স্ত্রীর অভিযোগ, তিনি প্রতিদিনের মতো আজ, অর্থাৎ শুক্রবারও অ্যাপের মাধ্যমে একটি বাইক বুক করেন। সেই বাইকে করেই তিনি সল্টলেকে কাজের উদ্দেশ্যে আসছিলেন।

তাঁর দাবি, চিংড়িঘাটা এলাকার কাছে লোহাপুল পেরিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। অভিযোগ ওই বাইক চালক সেটা না করে অন্য জায়গায় নিয়ে যায়, সেখানে ওই মহিলাকে বাইক থেকে নামিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাকে গালিগালাজ, অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরেই গদি টলমল ভারতের দুই তারকার! টি২০ দলে কি বড় পরিবর্তন?

এরপরেই ওই মহিলা পাশেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানান। খবর যায় বিধাননগর দক্ষিণ থানায়, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়়ি ওই যুবককে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় অ্যাপ বাইক চালকদের কাছে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খরচ ২১৪ কোটি, একদিনে ৩৪৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস! বর্ষায় ভোগান্তির দিন শেষ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগ! আটক অভিযুক্ত বাইকচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল