রাঙামাটির দেশের মেধাবী এই ছাত্রীর কৃতিত্বে সকাল থেকে খুশির স্রোতে ভাসছে জুনবেদিয়া ৷ স্কুল থেকে পাড়া, অন্বেষার সাফল্যে গর্বে-আনন্দে উচ্ছ্বসিত সকলে ৷ ছোট থেকে পড়াশোনায় মেধাবী অন্বেষার সাফল্যে অকাল দিওয়ালি বাঁকুড়ার অনামী এই গ্রামে ৷
অন্বেষা পাইন, যাকে নিয়ে সকাল থেকে মাতামাতি, সে নিজের এই সাফল্যে খুশি হলেও সংযত ৷ লাজুক এই ছাত্রী বরাবরই ক্লাসের প্রথম সারির পড়ুয়া ৷ পড়াশুনা ছাড়াও গাচ, নাচ ও ছবি আঁকা বড়ই প্রিয় অন্বেষার ৷
advertisement
মেধাতালিকায় সেরা দশে কলকাতার মাত্র ৭ জন , জেলার ৬১ জন
মাধ্যমিকে প্রথম অন্বেষার নিজের স্বপ্ন পাইলট হওয়া তবু নিজের দুই দাদুর ইচ্ছে পূরণে ডাক্তারিকেই নিজের পেশা হিসেবে বেছে নিতে চায় রেকর্ড গড়ে তাক লাগানো এই ছাত্রী ৷ ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে অন্বেষা ৷ পড়ার চাপ সামলে গান আর ছবি আঁকাতেই নিজের মুক্তি খুঁজে পায় রাজ্যের সেরা ছাত্রী ৷ অন্বেষার ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করে NEWS18 বাংলার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা ৷