সম্প্রতি এক রাজনৈতিক বিতর্কে তাঁকে তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে তীব্র বাদানুবাদে জড়াতে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পর এক তৃণমূল নেতা রূপালিকে ‘ফ্লপ অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন, যার জবাবে অভিনেত্রী এমন এক পাল্টা মন্তব্য করেন যে, সেই নেতার কার্যত মুখ বন্ধ হয়ে যায়।
বর্ষায় জমিতে নামলেই সাপের ভয়? ৬ ফুটের জিনিসটা মাটিতে ছুঁড়লেই লেজ গুটিয়ে পালাবে ইয়া বড় বড় বিষধর!
advertisement
আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাবে!
রূপালি গাঙ্গুলি সম্প্রতি এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্ট করেন, যেখানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ধরন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন:
“অন্য রাজ্যে বাঙালিদের জন্য কুমিরের কান্না না কেঁদে মমতা দিদিকে উত্তর দিতে হবে যে, পশ্চিমবঙ্গেই বাঙালিদের রক্ষা করবে কে? সন্দেশখালি থেকে মুর্শিদাবাদ — অত্যাচার তো শুধু তাঁরই শাসনে চলছে। বাংলায় এতটানিরাপত্তাহীনতা নিজের মানুষের জন্য কখনও ছিল না।”
‘অনুপমা’ খ্যাত রূপালি গাঙ্গুলির সঙ্গে তৃণমূল নেতার বাকযুদ্ধ, ‘ফ্লপ অভিনেত্রী’ বলায় দিলেন কড়া জবাব
এই মন্তব্য দেখে তৃণমূল কংগ্রেস নেতা নীলাঞ্জন দাস একটি পোস্টে রূপালিকে কটাক্ষ করে লেখেন:
“ভারতের সবচেয়ে সিনিয়র মহিলা নেত্রীকে এক ফ্লপ সিরিয়ালের অভিনেত্রীর লেকচারের দরকার নেই।”
এই মন্তব্যের পর রূপালি গাঙ্গুলিও চুপ থাকেননি। কড়া ভাষায় পাল্টা দেন তিনি। টিএমসি নেতার এক্স পোস্ট রিটুইট করে তিনি লেখেন:
“আপনার তথাকথিত ‘সিনিয়র মোস্ট’ রাজনীতিক কি জনসেবক নন? নাকি তিনি এমন একনায়ক, যাঁকে প্রশ্ন করা যায় না? আপনি যদি তাঁর জনদায়িত্বকে অস্বীকার করে তাঁর একনায়কতন্ত্রকে গ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে অভিনন্দন — আপনি সফলভাবে একনায়কতন্ত্র মেনে নিয়েছেন। এটা তো টিএমসি-র ক্লাসিক ব্যবহার।”
রূপালির এই জবাবের পর অনেক নেটিজেন তাঁর পাশে দাঁড়ান এবং তাঁকে “সফল অভিনেত্রী” বলে সমর্থন জানান।