এর আগেও নানা ইস্যুতে দলের রাজ্য নেতাদের একাংশকে আক্রমণ করেছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ৷ অর্জুন সিং দল ছাড়ার পর বিজেপি-র সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষের দাবি ছিল, সাংসদের দলত্যাগে বিজেপি-র কোনও ক্ষতি হবে না৷ বরং দল বদলের এই প্রবণতায় ক্ষতি হবে রাজনীতির৷
advertisement
দিলীপ ঘোষ বা অন্য কোনও নেতার নাম না করেই অনুপম হাজরা একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ''কেউ দল ছাড়লেই 'কোনও ক্ষতি হবে না' বা 'গুরুত্ব দিতে নারাজ' বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে 'ক্ষতি যে কিছুটা হয়ে গেলো' সেটা মানতে শেখা দরকার৷ কেন বার বার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার৷ ''
আরও পড়ুন: অর্জুন দল ছাড়তেই আশঙ্কা, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত বিজেপির! যা হতে চলেছে...
অনুপম আরও লিখেছেন, বাস্তবটাকে অস্বীকার করার চেষ্টা করে কোনও লাভ নেই৷ কারণ পুরভোটে একজন কাউন্সিলরকে জিতিয়ে আনতেই বিজেপি-র কালঘাম ছুটে যাচ্ছে৷ সেখানে একজন সাংসদ দল ছাড়লে তা অবশ্যই দলের ক্ষতি৷
আরও পড়ুন: সাংসদ পদ ছাড়বেন? দু' জনের উদাহরণ দিয়ে শর্ত দিলেন অর্জুন
অনুপমের আরও কটাক্ষ, 'অল ইস ওয়েল বলে দেওয়াটা সিনেমায় দেখতে ভাল লাগলেও বাস্তবে সেটা সব সময় নাও খাটতে পারে৷' অনুপম অবশ্য পোস্টে লিখেছেন, কেউ ব্যক্তিগত স্বার্থে দল ছাড়লে তাকে গুরুত্ব না দেওয়াই ভাল৷
আদি নব্য দ্বন্দ্বে এমনিতেই রাজ্য বিজেপি-র অন্তর্কলহ এখন প্রকাশ্যে চলে এসেছে৷ অর্জুনের দলত্যাগ সম্পর্কে বলতে গিয়েও দিলীপ ঘোষ দলেরই একাংশকে খোঁচা দিয়ে বলেছেন, 'দল যাঁদের সামনের সারিতে নিয়ে এসেছিল তাঁরাই এখন দল ছেড়ে চলে যাচ্ছেন৷' মূলত শাসক দল থেকে আসা নেতারাই ছিলেন দিলীপের লক্ষ্য৷ এবার নাম না করে দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা দিলেন অনুপম৷