সূত্রের খবর, অনুপমের লাগাতার মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তাঁর দল। লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট করছিল মনে করছিলেন নেতৃত্বের একাংশ। সেই কারণেই অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক অনুপম হাজরার সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
যদিও সোশ্যাল মিডিয়ায় অনুপমের দাবি, ‘‘গত নভেম্বর মাসে তিনি নিজেই বিশেষ কারণে কেন্দ্রীয় নিরাপত্তা বলয় তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন।’’
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ের পাবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এত দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন অনুপম। তাঁকে জানিয়েই সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সাম্প্রতিক সময়ে অনুপম হাজরার একের পর এক দলবিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও নালিশ জানিয়ে ছিল বিজেপির রাজ্য কমিটি। সেই পরিপ্রেক্ষিতেই অনুপমের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় কার্যত হুঁশিয়ারির সুরে অনুপম হাজরা এ-ও লিখেছেন, ‘‘অনেক খেলা বাকি, এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।’’