TRENDING:

Anupam Hazra: অনুপম হাজরাকে বেনজির ‘শাস্তি’ অমিত শাহের! কারণ কী, দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ?

Last Updated:

সূত্রের খবর, অনুপমের লাগাতার মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তাঁর দল। লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট করছিল মনে করছিলেন নেতৃত্বের একাংশ। সেই কারণেই অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক অনুপম হাজরার সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় একমাত্র নেতা অনুপম হাজরার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিল স্বরাষ্ট্রমন্ত্রক। সাম্প্রতিক সময়ে অনুপম হাজরা বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেতৃত্বের একাংশকে। রাজনৈতিক মহলের মতে, সে কারণেই ‘শাস্তি’ হিসেবেই অনুপমের কেন্দ্রীয় সুরক্ষা বলয় প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement

সূত্রের খবর, অনুপমের লাগাতার মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তাঁর দল। লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট করছিল মনে করছিলেন নেতৃত্বের একাংশ। সেই কারণেই অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক অনুপম হাজরার সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

যদিও সোশ্যাল মিডিয়ায় অনুপমের দাবি, ‘‘গত নভেম্বর মাসে তিনি নিজেই বিশেষ কারণে কেন্দ্রীয় নিরাপত্তা বলয় তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন।’’

advertisement

আরও পড়ুন: ৫৮টা ফিক্সড ডিপোজিটে গড়ে ৫ লাখ টাকা, এবার হিসেব করুন তো! কোটি কোটি টাকা নিয়ে বিপাকে জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ের পাবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এত দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন অনুপম। তাঁকে জানিয়েই সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

advertisement

সাম্প্রতিক সময়ে অনুপম হাজরার একের পর এক দলবিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও নালিশ জানিয়ে ছিল বিজেপির রাজ্য কমিটি। সেই পরিপ্রেক্ষিতেই অনুপমের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় কার্যত হুঁশিয়ারির সুরে অনুপম হাজরা এ-ও লিখেছেন, ‘‘অনেক খেলা বাকি, এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra: অনুপম হাজরাকে বেনজির ‘শাস্তি’ অমিত শাহের! কারণ কী, দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল